কেনাকাটা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কেনাকাটা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধুম চলেছে বৈশাখী কেনাকাটায়

ধুম চলেছে বৈশাখী কেনাকাটায়

বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখের। বাংলা নববর্ষ ১৪২১-কে বরণ করে নিতে এরই মধ্যে নানা আয়োজনে মেতে উঠেছে দেশবাসী। কর্ম ব্যস্ততার শহর রাজধানীবাসীর মাঝেও নেমে এসেছে বর্ষবরণের আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার সকল আয়োজন চলছে ধুম গতিতে। গত এক সপ্তাহ থেকেই বৈশাখী সাজে সেজে রয়েছে রাজধানীর মার্কেটগুলো।
বাংলা সংস্কৃতির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। বৈশাখের ছোঁয়া লেগেছে নগরের বিপনীবিতানগুলোয়ও। উৎসব প্রিয় তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত বিপনীবিতানগুলো। বৈশাখে নিজেকে একটু ভিন্ন আঙ্গিকে সাজাতে কেনাকাটা সাড়তে ভিড়ছেন সকল শ্রেণীর মানুষজন।
রাজধানীর নিউ মার্কেট, আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ সকল শপিং মলগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় রীতিমত ভিড় জমিয়েছে নগরবাসী। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগম থাকে চোখে পড়ার মতো।
বৈশাখে মেয়েদের লাল-সাদা শাড়ির পাশাপাশি রয়েছে নানা ডিজাইনের নজর কাড়া পোশাক। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে বাহারি চুড়ি-মালার পসরা। বাঙালি ললনারা বৈশাখের পোশাকের সাথে মিলিয়ে কিনছে রকমারি সব মালা, চুড়ি, কানের দুল, টিপ, চুলের ফিতাসহ সাজের নানা সামগ্রী।
চুড়ি মেলায় আসা আফসানা রাহমান জানান, “বৈশাখের শাড়ি কেনা শেষ, শাড়ির সাথে মিলিয়ে চুড়ি আর মালা কিনতে এসেছি। শপিং মলের আশে পাশেই চুড়ি-মালার দোকান বসায় কেনাকাটা অনেক সহজ হয়ে গেছে। দেশীয় ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করে বাংলা নববর্ষকে বরণ করে নিতে কোন কিছুর অপূর্ণতা রাখতে চাই না।”
বৈশাখের রং লেগেছে ছেলেদের মনেও। পিছিয়ে নেই কেনাকাটায়ও। পছন্দের পাঞ্জাবি, ফতুয়া অথবা টি-শার্ট কিনে নিচ্ছেন বৈশাখকে বরণ করতে।
রাজধানীর ধানমণ্ডির সানরাইজ প্লাজায় বৈশাখের পোশাক কিনতে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাইফ নাহিদ জানান, “বৈশাখকে কেন্দ্র করে অনেক রুচিশীল পোশাক এসেছে বাজারে। তবে ক্রেতাদের চাহিদা বেশি থাকায় পন্যের দাম ছাড়ছে না বিক্রেতারা। হাজার টাকার পাঞ্জারি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। তবুও কিছু করার নেই, নববর্ষ বলে কথা, নতুন কাপড় চাই-ই-চাই।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল থাকায় বেচাকেনা ভাল হচ্ছে বলে সন্তুষ্ট ব্যবসায়ীরাও। জমজমাট বেচা কেনা করছে পোশাক বিক্রেতারা। গেল বছরের শেষ দিকের হরতাল-অবরোধের ক্ষতি অনেকটাই পুষিয়ে যাবে বলে মনে করছেন পোশাক তারা।
রাপা প্লাজার একজন পোশাক ব্যবসায়ী জানান, “অন্যান্য বছরের তুলনায় এবারের বেচাকেনা ভাল। আর বর্তমানে দেশের পরিস্থিতি মোটামুটি ভাল থাকায় ক্রেতা সমাগম বেশি এবং আমরা বেশ আশাবাদী।”
এদিকে বৈশাখকে বরণ করে নিতে প্রতিবছর চারুকলা প্রাঙ্গণ থেকেই বের হয় মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে সফলের প্রস্তুতি নিতেই চারুকলায় এখন চলছে মহাযজ্ঞ। নবীন-প্রবীণ শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করছেন মঙ্গল শোভাযাত্রাকে সফল করতে। চারুকলার ফটকে পা রাখলেই মঙ্গল শোভাযাত্রার কর্মযজ্ঞ চোখে পড়বে।
বৈশাখে কেনাকাটা কোথায় করবেন?

বৈশাখে কেনাকাটা কোথায় করবেন?


বৈশাখ সামনে রেখে তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে আকর্ষণীয় সব ফ্যাশনেবল ডিজাইন শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে ডিজাইন এক্সক্লুসিভ নামে আকর্ষণীয় এসব শার্ট। বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে। এসব শার্টের ডিজাইনার ও মুসলিম কালেকশন এক্সক্লুসিভের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ বলেন, ‘ডিজাইন এক্সক্লুসিভ নতুন বছরে ক্রেতাদের জন্য নতুন চমক। সম্পূর্ণ সুতি কাপড়ে তৈরি হওয়ায় এসব শার্ট পরে ক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।’ সর্বোত্কৃষ্ট এবং আন্তর্জাতিক মানসম্মত শার্ট পরিবেশনে ক্রেতাদের কাছে মুসলিম কালেকশন দায়বদ্ধ বলে উল্লেখ করেন মুসলিম আহমেদ। এছাড়া মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে সর্বোত্কৃষ্ট মানের ফরমাল ও ক্যাজুয়াল ফুলহাতা-হাফহাতা শার্ট। এসব চেক ও স্ট্রাইপ শার্টও তৈরি করা হয়েছে শতভাগ সুতি কাপড়ে। এখানে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। বিক্রয়কেন্দ্র : মুসলিম কালেকশন এক্সক্লুসিভ, ৩০/৩১ জিলা পরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

আবর্তন
আবর্তন বৈশাখে উত্সবমুখী গাঢ় হলুদ, লাল, সবুজ, কমলা ও কলাপাতা সবুজ বা একরঙা কাপড় দিয়ে তৈরি করেছে হ্যান্ডলুমের পাঞ্জাবি। তরুণীদের জন্য বৈশাখে রাখা হয়েছে সিফন বা মসলিনসহ কটনে তৈরি শাড়ি। যাতে থাকছে এপ্লিক, ব্লক ও হাতের কাজ। পাইপিং, এমব্রয়ডারি বা এপ্লিকের ভেরিয়েশন থাকছে দেশি উপাদানে তৈরি সালোয়ার-কামিজে। শোরুম : সিদ্ধেশ্বরী, মিরপুর, ওয়ারি ও ধানমন্ডি।

অঞ্জন’স
দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর নতুন ঠিকানা এখন যমুনা ফিউচার পার্ক। সম্প্রতি নতুন এই ফ্যাশন হাবে ফ্ল্যাগশিপ আউটলেট খুলেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। প্রায় ৫ হাজার বর্গফুটের এই আউটলেটে থাকছে শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন ফেস্টিভ পোশাক। এছাড়া একই ছাদের নিচে মিলবে গহনা, হ্যান্ডিক্র্যাফটস, হোমটেক্সটাইলসহ বিবিধ ফ্যাশন এক্সেসরিজ। নানা উত্সবের অনেক পোশাকের জন্য তাই ঢুঁ মারতে পারেন বুধবার বাদে সপ্তাহের যে কোনো দিন। ফ্ল্যাগশিপ আউটলেট : ১৫-১৬ (নিচতলা) সি-ব্লক, যমুনা ফিউচার পার্ক, প্রগতি সারণি, ঢাকা।

ক্যাটস আই
বৈশাখ মানেই উত্সব! পোশাকে লাল-সাদা রঙ তো থাকছেই, সঙ্গে আছে অন্য রঙের ছড়াছড়ি। ক্যাটস আইয়ের বৈশাখী আয়োজনে এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে থাকছে কাট ও প্যাটার্ন ভিন্নতা। সমকালীন ফ্যাশন-ভাবনায় যুক্ত হয়েছে পাশ্চাত্য ঘরানার সঙ্গে দেশীয় মোটিফ ও সাতন্ত্র্য। পুরুষদের ক্যাজুয়াল উত্সবকেন্দ্রিক বৈশাখী আউটফিটের পাশাপাশি কালারফুল ওয়েস্টার্ন সামার পাবেন ক্যাটস আই’র বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শো-রুমে। এছাড়া ফেসবুক পেইজে আপডেট তো থাকছেই।

ফেয়ার টেক্স
পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উত্সব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রিয় উত্সব এটি। পহেলা বৈশাখের নানা অনুষঙ্গের মধ্যে অন্যতম নতুন পোশাক। লাল-সাদা রঙের পোশাকে এ উত্সব রাঙিয়ে তোলে বাঙালির মন। তাই এ উত্সব সামনে রেখে দেশের ফ্যাশন হাউসগুলো সাজে নতুন সাজে। এই বৈশাখ সামনে রেখে ফ্যাশন হাউস ফেয়ার টেক্স নিয়ে এসেছে আকর্ষণীয় সব পোশাক। এসব পোশাক সাজানো হয়েছে বৈশাখের নানা রঙে। ফেয়ার টেক্সে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট ও পলো শার্ট। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি ফেব্রিক্স। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাওয়া যাবে লাল, সাদা, নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি, কালো প্রভৃতি রঙে। এসব টি-শার্ট ও পলো শার্ট পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফেয়ার টেক্সের শো-রুমে। যোগাযোগ : ফেয়ার টেক্স, দোকান নং-৯৪ (দ্বিতীয় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।

সমীকরণ
নতুন ডিজাইনের আরামদায়ক পোশাক নিয়ে সমীকরণের আয়োজন রয়েছে সময় উপযোগী আধুনিক সব পোশাক। সমীকরণ বরাবরই ফ্যাশনে নিয়ে আসে নতুন ভিন্নধারার পোশাক। সমীকরণে পোশাক হিসেবে থাকছে টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। ঠিকানা : ৬২-৬৩ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), ঢাকা।

বিসর্গ
বৈশাখকে সামনে রেখে বিসর্গ নিয়ে এসেছে নতুন ডিজাইনের সব পোশাক। বৈশাখ উপযোগী নিত্যনতুন ডিজাইনের আরামদায়ক পোশাক নিয়ে বিসর্গের এবারের আয়োজন। এছাড়া সব সময়ের জন্য রয়েছে সময় উপযোগী আধুনিক সব পোশাক। ফ্যাশনে বিসর্গ এনেছে ভিন্ন মাত্রা। পোশাক হিসেবে থাকছে রঙবেরঙের কালারফুল টপস, থ্রি-পিস, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি ও অর্নামেন্টস। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।
ঠিকানা : আজিজ সুপার মার্কেট (তয় তলা), ঢাকা।

বার্ডস আই
বাঙালির সার্বজনীন উত্সব পয়লা বৈশাখের নানা অনুষঙ্গের মধ্যে অন্যতম নতুন পোশাক। এই বৈশাখ সামনে রেখে শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, ফুল ক্যাপ, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি বর্তমান আবহাওয়া উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে। আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল, নীল, সবুজ, বেগুনি, সাদাসহ বিভিন্ন রঙের আরামদায়ক কাপড়। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। যোগাযোগ : বার্ডস আই, ২৬, ৮ ও ৮৪ (২য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।