শীগ্রই দেশের ২ লাখ সমবায় সমিতির ডিজিটাল ডাটাবেজ
বর্তমানে দেশের প্রায় ৪০ ভাগ সমবায় সমিতি অকাযর্কর হয়ে পড়ায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। এজন্য দেশের প্রায় দুই লাখ সমবায় সমিতির পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে।
এ কাযর্ক্রম স্থানীয় একটি পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক সফটওয়্যার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাস্তবায়িত হবে। এজন্য থাকবে আধুনিক কম্পিউটার ও ইন্টারনেটের সুযোগ সুবিধা।
পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, সমবায় অধিদফতরের আইসিটি ও ই-সিটিজেন সার্ভিস উন্নয়ন-শীর্ষক চলমান প্রকল্পের আওতায় এসব কাজ সম্পূর্ণ করা হবে। প্রকল্পের কাজ ২০১১ সালের মে মাস থেকে ২০১৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। পরে দুই লাখ সমবায় সমিতিকে পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজের আওতায় আনার লক্ষ্যে প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের জুন পযর্ন্ত বৃদ্ধি করা হয়েছে।
বর্ধিত সময়ে প্রকল্পের আওতায় সফটওয়্যারের জন্য সমবায় সমিতির দুই ধরনের তথ্য (প্রাথমিক ও বাৎসরিক) সংগ্রহ করা হবে। এজন্য সমবায় অধিদফতরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে ও প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটররা ডাটা এন্ট্রির দায়িত্ব পালন করবেন।
এজন্য ডাটা এন্ট্রির সঙ্গে সম্পৃক্ত মোট ১৮০ জনের জন্য অাপগ্রেডেশন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রকল্প প্রসঙ্গে প্রকল্প পরিচালক ও সমবায় অধিদফতরের কর্তকর্তা ড. মুহম্মদ মেহেদী হাসান জানান, দেশের প্রায় দুই লাখ সমবায় সমিতির পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে। প্রকল্পের আওতায় ২০১৪ সালের জুন মাস পর্যন্ত প্রাথমিক তথ্য এন্ট্রির কাজ হয়েছে ৮০ ভাগ। তবে বাৎসরিকভাবে এখনও অনেক কাজ বাকি। এজন্য প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
এছাড়া, সফটওয়্যারটি ব্যবহারের পর মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।
প্রকল্পটি বাস্তবায়ন করছে সমবায় অধিদফতর। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৬ কোটি ৯১ লাখ টাকা। পরে অনুমোদিত মূল ডিপিপির হ্রাস বৃদ্ধির ফলে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৩ লাখ টাকায়।
তবে প্রকল্পের আওতায় ইন্টারনেট খাতে মূল বরাদ্দকৃত ৯৬ লাখ টাকা থেকে কমিয়ে ৩৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইন্টারনেট খাতে বরাদ্দ কম রাখা প্রসঙ্গে প্রকল্প পরিচালক জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের সময় মোট ৭০টি ডাটা এন্ট্রি পয়েন্টের জন্য ইন্টারনেট সংযোগ চার্জ বাবদ অর্থ বরাদ্দ রাখা হয়েছিল। পরে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক তাদের উদ্ধৃত দরের মধ্যে ডাটা ও ইন্টারনেট সেবা দিতে সম্মত হওয়ায় এ খাতে অর্থ সাশ্রয় হয়েছে।
এছাড়া, ১৮০ জনের অাপগ্রেডেশন প্রশিক্ষণের ব্যবস্থা করতে ২৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি সরকারের অন্যতম প্রধান উদ্যোগ। এছাড়া প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে সমবায় সেক্টরে ই-সার্ভিস প্রদান ও ডিজিটাল অফিস ব্যবস্থাপনা করা। সেই লক্ষ্যে দুই হাজার ৯২৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এছাড়া দেশের সব সমবায় সমিতির যাবতীয় তথ্য ডাটাবেজ আকারে সংরক্ষণ ও নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। এর পাশাপাশি জেলা পর্যায়ে অতিরিক্ত ৬৯ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
প্রকল্পের আওতায় সমবায় অধিদফতরে একটি ডায়নামিক ওয়েবপোর্টাল চালু করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, এজন্য এক হাজার ১০ জন সমবায় কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঘরে বসেই ই-সেবা, তথ্য কেন্দ্রে ভিড় ॥ দারুণ খুশি কৃষক
পঞ্চগড়ে ডিজিটাল কার্যক্রমে ব্যাপক গাড়া
এ রহমান মুকুল দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলমান ডিজিটাল কর্মসূচী পঞ্চগড় জেলায় পুরোদমে চলছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সরকারী সেবা পৌঁছে দেয়া এবং তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জেলার ৪৩ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। এসব কেন্দ্রের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাসপোর্ট, বিদেশ গমন ও মানবাধিকার বিষয়ক তথ্য, সরকারী ই-সেবা এবং জেলা প্রশাসক অফিস থেকে ন্যাশনাল ই সার্ভিস সিস্টেম (নেস) পেপারলেস সেবা দেয়া হচ্ছে। ডিজিটাল কার্যক্রম শুরু হওয়ায় স্বল্প সময়ের মধ্যে অতি সহজে গ্রামের সাধারণ মানুষ বাড়িতে বসে সরকারী নানা সেবা পাচ্ছেন। এসব সেবা পেতে কোন হয়রানির শিকার বা দালালদের শরণাপন্ন এবং অতিরিক্ত কোন টাকাও খরচ করতে হচ্ছে না। ফলে সরকারী নানা সেবা পেতে গ্রামের মানুষ প্রতিদিন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে ভিড় করছে। এ ছাড়াও জেলা প্রশাসক অফিসের প্রত্যেকটি বিভাগ ন্যাশনাল ই সার্ভিসের আওতায় আসায় কর্মকর্তাদের টেবিলে আগের মতো আর ফাইলের স্তূপ জমে থাকছে না। যে কোন বিষয়ের ফাইলে তাৎক্ষণিক মতামত দিয়ে বা স্বাক্ষর করে ছেড়ে দেয়া হচ্ছে। এতদিন যে কাজটি করতে ৩ থেকে ৭ দিন কিংবা কোন কোন ক্ষেত্রে ১৫ দিন লাগত সেই কাজটি এখন এক দিনেই শেষ করা হচ্ছে। জেলা প্রশাসক বা কোন কর্মকর্তা অফিসের বাইরে থাকলেও তিনি অনলাইনে জনগুরুত্বপূর্ণ ফাইল দেখে নিচ্ছেন এবং মতামত দিয়ে তাৎক্ষণিক অধস্তন কর্মকর্তাদের কাছে প্রেরণ করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং ইউএনডিপির সহযোগিতায় এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় পরিচালিত ডিজিটাল কার্যক্রম ইতোমধ্যে পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয়ায় অতি দ্রুতই পাল্টে যাচ্ছে পঞ্চগড়ের চিত্র। তাই এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ডিজিটাল বাংলাদেশ গঠনে পঞ্চগড় জেলা তার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনের শেষ প্রান্তে। বর্তমানে জেলা প্রশাসক অফিসের সকল সেক্টরে ডিজিটাল কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কম্পিউটার ল্যাব ও ই-সেবা কেন্দ্র এবং জেলা আইসিটি কেন্দ্র ছাড়াও একটি সার্ভার স্টেশনও স্থাপন করা হয়েছে, যা সরাসরি জাতীয় সার্ভার স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক অফিসের ওয়েব পোর্টালের মাধ্যমে দৈনন্দিন জনগুরুত্ব সম্পন্ন কার্যক্রম প্রদর্শন ছাড়াও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে পঞ্চগড় জেলা দেশের ৬৪ জেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেছে। এ ছাড়াও প্রতিবছর ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষক তার ফসলের ক্ষেত পোকামাকড়ের হাত থেকে রক্ষায় কৃষি কর্মকর্তার কাছে ধরনা না দিয়ে স্থানীয় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে অতি সহজে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন। জেলার তেঁতুলিয়া উপজেলার একজন কৃষক বাড়িতে বসে মোবাইল মেসেজের মাধ্যমে আখ সরবরাহের পুঁজি পেয়ে যাচ্ছেন। শুধু জমির কম্পিউটারাইজট খতিয়ানের জবেদা নকল আর আখের পুঁজিই নয়, জেলার প্রত্যন্ত এলাকার সব শ্রেণী-পেশার মানুষ এখন হাতের কাছেই তাদের প্রয়োজনীয় তথ্য এবং সরকারী সেবাসমূহ পাচ্ছেন।
প্রত্যন্ত গ্রামের অশিক্ষিত একজন কৃষকও জানে কিভাবে এবং কোথায় গেলে ফরম, জমির পর্চা, খতিয়ানের জাবেদা নকল, জমির নক্সা, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম, অল্প খরচে বিদেশে কথা বলা, কৃষি তথ্যসেবাসহ সরকারী নানা সেবা পাওয়া যায়। এ প্রসঙ্গে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন জানালেন, আগে জমির খতিয়ানের জবেদা নকল পেতে ১৫ থেকে ২০ দিন আবারও কোন কোন ক্ষেত্রে এক মাসেরও বেশি সময় লাগত। অথচ সেই জবেদা নকল উঠাতে ৩ থেকে ৫ দিনের বেশি সময় লাগছে না। তাও আবার বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে। দেবীগঞ্জ উপজেলার মধ্য শিকারপুর গ্রামের কৃষক হাফিজুর গম ক্ষেত পোকার আক্রমণ থেকে রক্ষায় প্রয়োজনীয় তথ্য পেতে শালডাঙ্গা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তার কাছে কীটনাশক ব্যবস্থাপনায় তথ্য পাওয়ায় সঠিক সময়ে ব্যবস্থা নেয়ায় পোকার আক্রমণ থেকে গম ক্ষেতকে রক্ষা করতে পেরেছেন। বাড়ির কাছে চিলাহাটী ইউনিয়ন পরিষদে অবস্থিত তথ্যসেবা কেন্দ্র থেকে বোরো ধানের বীজতলা তৈরি, জমিতে চারা রোপণ, সেচ, পরিচর্যাসহ সার-কীটনাশক প্রয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা পাওয়ায় ভাউলাগঞ্জের অনেক কৃষকই এবার ব্যাপক জমিতে বোরো রোপণ করেন। সঠিক সময়ে বোরো ক্ষেতের পরিচর্যা করায় বাম্পার ফলনেরও আশা করছেন তারা।
সরকারী কোন অর্থ সাহায্য ছাড়াই স্থানীয় সম্পদ এবং উদ্যোগকে কাজে লাগিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট মডেম এবং যেসব প্রতিষ্ঠানে কম্পিউটার নেই সেসব প্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়াও বেকার শিক্ষিত যুবক-যুবতী ও তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় আনতে তাদের নিয়মিত বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট চালানোর ওপর প্রশিক্ষণ প্রদান চলমান রয়েছে। আর এই প্রশিক্ষণের ফলে প্রত্যন্ত গ্রামের একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীও জানে কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয়। আটোয়ারী উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম বর্ষালুপাড়ার কলেজছাত্রী সবিতা রানী ছুটির দিনগুলোতে পার্শ্ববর্তী ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে ইন্টারনেট ব্রাউজিং করে এবং সামাজিক ওয়েব সাইট ফেসবুকে বন্ধুদের সঙ্গে ভাব বিনিময় করে বেশ ভালই অবসর সময় কাটাচ্ছেন। তেলিপাড়া গ্রামের শিক্ষিত বেকার যুবক ডালিম বেশ স্বাবলম্বী। ইন্টারনেট ও কম্পিউটারের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে এখন ধুলাঝাড়ি বাজারে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। এলাকার বেকার যুবকদের কম্পিউটার, ইন্টারনেটের ওপর প্রশিক্ষণ ছাড়াও কৃষকদের চাষাবাদসহ বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে ফসলকে রক্ষায় পরামর্শ প্রদান করে আসার পাশাপাশি গ্রামে প্রজেক্টরের মাধ্যমে বিনোদনমূলক ও ধর্মীয় অনুষ্ঠান প্রচার করে সচ্ছলভাবে সংসার চালাচ্ছেন।
উইন্ডোজের আপডেট ৮ এপ্রিল
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের আপডেট ৮ এপ্রিল থেকে পাওয়া
যাবে। ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এই নতুন
আপডেট উন্মুক্ত করা হচ্ছে বলেই দাবি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার
নির্মাতা প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো
হয়েছে।
৮ এপ্রিল থেকে উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ আরটি ৮.১ ব্যবহারকারীরা বিনা মূল্যে এই আপডেট পাবেন। আপডেট সংস্করণটিতে স্টার্ট বাটন ফিরিয়ে আনার পাশাপাশি বেশ কিছু উন্নত ফিচার আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। টাচ ইন্টারফেসের সুবিধার্থে উইন্ডোজ ৮ উন্মুক্ত করার সময় স্টার্ট বাটনটি সরিয়ে ফেলেছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজ ব্যবহারকারীরা স্টার্ট বাটন সরিয়ে ফেলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
সম্প্রতি মাইক্রোসফট আয়োজিত বিল্ড নামের ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফটের কর্মকর্তা ব্র্যান্ডন লেব্ল্যাঙ্ক বলেন, ‘উইন্ডোজে নতুন অভিজ্ঞতার জন্য আমরা নতুন আপডেট আনছি। আপডেট সংস্করণটিতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ছবির পাশে পাওয়ার ও স্টার্ট বাটন পাবেন। এখন দ্রুত পিসি বন্ধ করা ও সার্চ করার সুবিধাও পাবেন। ডেস্কটপ ব্যবহারকারীরা এখন ডিফল্ট সেটিংস হিসেবে ডেস্কটপ বুট অপশন পাবেন। এ ছাড়াও টাস্কবারে ডেস্কটপ ও উইন্ডোজ স্টোরের অ্যাপস ও প্রিয় ওয়েবসাইটগুলো পিন করে রাখা যাবে। এ ছাড়া ব্রাউজার নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারী।’
মাইক্রোসফট দাবি করেছে, তাদের উইন্ডোজ ৮.১ আপডেটের মাধ্যমে হার্ডওয়্যার অংশীদাররা কম খরচে পণ্য তৈরির সুবিধা পাবেন।
৮ এপ্রিল থেকে উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ আরটি ৮.১ ব্যবহারকারীরা বিনা মূল্যে এই আপডেট পাবেন। আপডেট সংস্করণটিতে স্টার্ট বাটন ফিরিয়ে আনার পাশাপাশি বেশ কিছু উন্নত ফিচার আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। টাচ ইন্টারফেসের সুবিধার্থে উইন্ডোজ ৮ উন্মুক্ত করার সময় স্টার্ট বাটনটি সরিয়ে ফেলেছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজ ব্যবহারকারীরা স্টার্ট বাটন সরিয়ে ফেলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
সম্প্রতি মাইক্রোসফট আয়োজিত বিল্ড নামের ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফটের কর্মকর্তা ব্র্যান্ডন লেব্ল্যাঙ্ক বলেন, ‘উইন্ডোজে নতুন অভিজ্ঞতার জন্য আমরা নতুন আপডেট আনছি। আপডেট সংস্করণটিতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ছবির পাশে পাওয়ার ও স্টার্ট বাটন পাবেন। এখন দ্রুত পিসি বন্ধ করা ও সার্চ করার সুবিধাও পাবেন। ডেস্কটপ ব্যবহারকারীরা এখন ডিফল্ট সেটিংস হিসেবে ডেস্কটপ বুট অপশন পাবেন। এ ছাড়াও টাস্কবারে ডেস্কটপ ও উইন্ডোজ স্টোরের অ্যাপস ও প্রিয় ওয়েবসাইটগুলো পিন করে রাখা যাবে। এ ছাড়া ব্রাউজার নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারী।’
মাইক্রোসফট দাবি করেছে, তাদের উইন্ডোজ ৮.১ আপডেটের মাধ্যমে হার্ডওয়্যার অংশীদাররা কম খরচে পণ্য তৈরির সুবিধা পাবেন।
রেজিস্ট্রেশন নেই এমন এক লাখ সিম কার্ড বন্ধ করে দেয়া হচ্ছে
রেজিস্ট্রেশন নেই এমন এক লাখ সিম কার্ড বন্ধ করে দেয়া হচ্ছে। বন্ধ করে
দেয়ার আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি ও মেসেজ দেয়া হবে। সিম বন্ধ করে দেয়ার
পর পুনঃরেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময় দেয়া হবে। গতকাল স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল সিম কার্ড নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব
সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড নিয়ে সভায় হতাশা প্রকাশ করা হয়। বলা হয়, যত্রতত্র এখন মোবাইল ফোনের সিম কার্ড পাওয়া যাচ্ছে। সিম কেনার তথ্য খতিয়ে দেখতে গিয়ে নানা অসঙ্গতি চোখে পড়ে। অনেক সময় দেখা যায় এক তথ্যের সঙ্গে আরেক তথ্যের মিল নেই। এ জন্য ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয় রেজিস্ট্রেশনবিহীন সিমগুলো একটি নির্ধারিত সময় দিয়ে বন্ধ করতে হবে। এরপর পুনঃরেজিস্ট্রেশনের সময় দিতে হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, পুলিশের আইজিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন টেলিফোন অপারেটর কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড নিয়ে সভায় হতাশা প্রকাশ করা হয়। বলা হয়, যত্রতত্র এখন মোবাইল ফোনের সিম কার্ড পাওয়া যাচ্ছে। সিম কেনার তথ্য খতিয়ে দেখতে গিয়ে নানা অসঙ্গতি চোখে পড়ে। অনেক সময় দেখা যায় এক তথ্যের সঙ্গে আরেক তথ্যের মিল নেই। এ জন্য ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয় রেজিস্ট্রেশনবিহীন সিমগুলো একটি নির্ধারিত সময় দিয়ে বন্ধ করতে হবে। এরপর পুনঃরেজিস্ট্রেশনের সময় দিতে হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, পুলিশের আইজিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন টেলিফোন অপারেটর কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয় মুশফিকের।
হংকং-লজ্জার পরও আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে হারলেও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই সুপার টেন পর্ব শুরুর স্বপ্ন দেখছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে মুশফিক বলেন, “এর আগেও বাজে সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে চমৎকার ব্যাট করেছিলাম। জিততে না পারলেও সেই ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি।”শিরোপা ধরে রাখার লড়াইয়ের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের হারে দ্বিতীয় ম্যাচে অতিথিরাই চাপে থাকবেন বলে মনে করেন মুশফিক।
“ওরা গত ম্যাচে ভালো করেনি, তাই চাপে থাকবে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ওদের জিততেই হবে। নিজেদের সেরাটা দিতে পারলে আর কোনো ভুল না করলে সুপার টেন ভালোভাবেই শুরু করা সম্ভব হবে। আমরা তারই অপেক্ষায় আছি।”
শেষ ম্যাচে হেরে গেলেও প্রথম লক্ষ্য ‘সুপার টেন’ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার সামনের দিকে তাকাতে চান অধিনায়ক।
“তিন ম্যাচ জিতে এলে আত্মবিশ্বাস বেশি থাকতো। তবে তা না হলেও বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আরো চারটা ম্যাচ আছে, আমরা এগুলো নিয়েই ভাবছি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দিনে যে কেউ জিততে পারে, আর সীমিত ওভারের ক্রিকেটের চার চ্যাম্পিয়নের গ্রুপে আছেন বলে হারানোর কিছু দেখছেন না মুশফিক।
“আমাদের হারানোর কিছু নাই। আমরা যেন আমাদের দুইশ’ ভাগ দিয়ে চেষ্টা করি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চার ম্যাচের সব কয়েকটাতেই জেতার সম্ভাবনা থাকবে আমাদের।”
বিটিসিএলের নতুন সেবা ল্যান্ডফোনের কল না ধরলে গ্রাহকের মোবাইলেও রিং হবে ?
ল্যান্ডফোনের কল না ধরলে গ্রাহকের মোবাইলেও রিং হবে
এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার মোবাইল ফোনের মতো সেবা দেবে।জানা গেছে, মোবাইল ফোন থেকেও টিঅ্যান্ডটি ফোনের কল ইনকামিং ও আউটগোয়িং হবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো গ্রাহক ল্যান্ডফোনে কল করলে প্রথমে ওই কলটি সংশ্লিষ্ট ল্যান্ডফোনে বাজবে। ফোন কলটি কেউ না ধরলে নির্দিষ্ট কয়েকবার রিং হয়ে সেটি সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনেও বাজতে থাকবে। দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকেই এ ফোন করা এবং রিসিভ করা যাবে। তবে এ জন্য মোবাইল ফোনটিতে থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। এতে ল্যান্ডফোনের রেটেরও কোনো তারতম্য হবে না।নতুন এই অ্যাপসটির (সফটওয়ার) উদ্ভাবক বাংলাদেশেরই একটি সফটওয়্যার কম্পানি রিভ সিস্টেমস। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রেজাউল হাসান জানান, এই প্রযুক্তির ফলে বদলে যাবে বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড) সেবার পরিধি ও মান। তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে বিশ্বের যেকোনো ল্যান্ডলাইন অপারেটর তাদের সংস্থার চেহারা বদলে দিতে পারবে। রেজাউল হাসান বলেন, সম্প্রতি স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের এই নতুন প্রযুক্তিটি বিশ্বের ল্যান্ডলাইন অপারেটরদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।ইতিমধ্যে বাংলাদেশের বিটিসিএলকেও তাঁরা এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন। বিটিসিএলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে তাঁরা কাজ শুরু করেছেন। তাঁরা রেগুলেটরি কমিশন ও মন্ত্রণালয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁর মতে, মোবাইল ফোন অপারেটরদের দাপটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ল্যান্ডফোন অপারেটর বিটিসিএল। বর্তমানে আবাসিক সংযোগ বলতে গেলে বন্ধ রয়েছে। সর্বমোট ১২ লাখ সংযোগের মধ্যে এখন ছয় কি সাত লাখ সংযোগ সচল আছে। বাকি সংযোগগুলোর কোনো কোনোটি বিচ্ছিন্ন কিংবা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ক্যাবল (তার) চুরির কারণে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।তাঁর মতে, বিটিসিএলে নতুন এই প্রযুক্তি চালু হলে আবারও চাঙ্গা হয়ে উঠবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সংস্থাটি। লোকসানের অভিশাপ থেকে মুক্ত হয়ে ফিরে আসবে লাভের ধারায়। তার মতে, এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনে একটি সফটওয়্যার সংযোগ করতে হবে। এই সংযোগটি পাওয়ার জন্য তাঁকে বিটিসিএলের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। করতে হবে রেজিস্ট্রেশনও। এতে একজনের ল্যান্ডফোনের কল অন্য কেউ ইচ্ছা করলেও নিতে পারবে না। এতে সব ধরনের প্রাইভেসি বজায় থাকবে। টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, এটি একটি চমৎকার উদ্ভাবন। সত্যিকার অর্থে এই প্রযুক্তি বদলে দিতে পারবে বিটিসিএলকে।একই সঙ্গে সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেও দেশ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। তিনি বলেন, একাধিক মোবাইল সংযোগ থাকার পরও মানুষ এখনও বিটিসিএল (টিএন্ডটি) সংযোগ নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। এ কারণে বিটিসিএলকে নতুন সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে। তার মতে, নতুন নতুন সফটওয়্যার সংযোগ করে রাষ্ট্রায়ত্ত এই ল্যান্ডফোনটিকে মোবাইল ফোনের মতো আধুনিক ও জনপ্রিয় করে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়ে বিশ্বের টেলিযোগাযোগ সেক্টরের নৃত্য নতুন অসংখ্য প্রযুক্তি সম্পর্কে তারা জানতে পেরেছেন। এখন সময় এসেছে এসব প্রযুক্তি সুবিধা দেশের মানুষকে উপহার দেওয়ার।টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী ল্যান্ডফোনের ব্যবসা সঙ্কুচিত হয়ে আসছিল। রিভের এই সলিউশনের মাধ্যমে ল্যান্ডলাইন অপারেটরদের নতুনভাবে মার্কেট শেয়ার অর্জনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করছেন। এই সলিউশনটি মূলত একটি মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করবে। অ্যাপটি থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্কে থাকলেই ল্যান্ডফোনের যে কোনো কল মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে রিসিভ করা এবং ইচ্ছেমতো কলও করা যাবে। এতে ল্যান্ডলাইনের কলরেটে কোনো তারতম্য ঘটবে না।রিভ সিস্টেমসের ইউরোপ সেলস ডিরেক্টর রন পাস এ প্রসঙ্গে জানান, ইউরোপে মোবাইলে থ্রিজি ইন্টারনেটের ব্যবহার খুবই আশাব্যঞ্জক। আর তাই তিনি মনে করছেন এটি ল্যান্ডলাইন অপারেটরদের জন্য অনেক বড় একটি সুযোগ। শুধু ইউরোপ নয়, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অনেক দেশেও তাদের এই সলিউশনটি ল্যান্ডলাইন অপারেটরদের মার্কেট শেয়ার বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে।এছাড়াও এবার এমভিএনও মোবাইল অপারেটরদের জন্যও রিভের রয়েছে এমভিএনও প্রোডাক্ট স্যুট। যার মাধ্যমে এমভিএনও অপারেটররা নিজেদের ব্র্যান্ডিংয়ে রিভ সিস্টেমের মোবাইল ডায়ালার ব্যবহার করতে পারবে। এই মোবাইল ডায়ালারের সঙ্গেই থাকছে ইনস্ট্যান্ট মেসেজিং এবং আইপি কল করার সুবিধা। তাই যেসব এমভিএনও ডাটা সিম অফার করছে তারা এখন রিভের সেবা ব্যবহার করে খুব কম রেটে লং ডিস্টেন্স কলের অফারও দিতে পারবে। এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম।রিভ সিস্টেমসের গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর সঞ্জিত চ্যাটার্জি বলেন, নিজ মার্কেট থেকে বের হয়ে এমভিএনওরা অনেক ডায়নামিক সার্ভিস প্রোভাইডার হিসেবে আবির্ভূত হচ্ছে। আর তাদের সলিউশন ব্যবহার করে তারা তাদের সেবার পরিধি অনেক বেশি ছড়িয়ে দেয়ার সুযোগ পাচ্ছে। তাই ইন্টারনেট সেবা প্রদানকারী যেকোনো এমভিএনও তাদের এই সেবা নিয়ে তাদের গ্রাহকদের ভয়েস কল, চ্যাট, ফাইল ট্রান্সফার, মোবাইল টপ আপ এবং এসএমএস সুবিধা প্রদান করতে পারবে। বিটিসিলের একজন পরিচালক জানান, রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং প্রধান ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশে অবস্থিত।ভারতেও রয়েছে তাঁদের ডেভেলপমেন্ট সেন্টার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছে তাঁদের সেলস অফিস। তিনি বলেন, নতুন এই প্রযুক্তি নিয়ে তাঁরা ইতিমধ্যে রিভের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে টিঅ্যান্ডটি গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। রিভ সিস্টেম সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ৭৫টিরও বেশি দেশে দুই হাজার দুই শতাধিক সার্ভিস প্রোভাইডারকে সফলতার সঙ্গে সেবা দিয়ে আসছেন।
এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার মোবাইল ফোনের মতো সেবা দেবে।জানা গেছে, মোবাইল ফোন থেকেও টিঅ্যান্ডটি ফোনের কল ইনকামিং ও আউটগোয়িং হবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো গ্রাহক ল্যান্ডফোনে কল করলে প্রথমে ওই কলটি সংশ্লিষ্ট ল্যান্ডফোনে বাজবে। ফোন কলটি কেউ না ধরলে নির্দিষ্ট কয়েকবার রিং হয়ে সেটি সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনেও বাজতে থাকবে। দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকেই এ ফোন করা এবং রিসিভ করা যাবে। তবে এ জন্য মোবাইল ফোনটিতে থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। এতে ল্যান্ডফোনের রেটেরও কোনো তারতম্য হবে না।নতুন এই অ্যাপসটির (সফটওয়ার) উদ্ভাবক বাংলাদেশেরই একটি সফটওয়্যার কম্পানি রিভ সিস্টেমস। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রেজাউল হাসান জানান, এই প্রযুক্তির ফলে বদলে যাবে বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড) সেবার পরিধি ও মান। তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে বিশ্বের যেকোনো ল্যান্ডলাইন অপারেটর তাদের সংস্থার চেহারা বদলে দিতে পারবে। রেজাউল হাসান বলেন, সম্প্রতি স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের এই নতুন প্রযুক্তিটি বিশ্বের ল্যান্ডলাইন অপারেটরদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।ইতিমধ্যে বাংলাদেশের বিটিসিএলকেও তাঁরা এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন। বিটিসিএলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে তাঁরা কাজ শুরু করেছেন। তাঁরা রেগুলেটরি কমিশন ও মন্ত্রণালয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁর মতে, মোবাইল ফোন অপারেটরদের দাপটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ল্যান্ডফোন অপারেটর বিটিসিএল। বর্তমানে আবাসিক সংযোগ বলতে গেলে বন্ধ রয়েছে। সর্বমোট ১২ লাখ সংযোগের মধ্যে এখন ছয় কি সাত লাখ সংযোগ সচল আছে। বাকি সংযোগগুলোর কোনো কোনোটি বিচ্ছিন্ন কিংবা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ক্যাবল (তার) চুরির কারণে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।তাঁর মতে, বিটিসিএলে নতুন এই প্রযুক্তি চালু হলে আবারও চাঙ্গা হয়ে উঠবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সংস্থাটি। লোকসানের অভিশাপ থেকে মুক্ত হয়ে ফিরে আসবে লাভের ধারায়। তার মতে, এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনে একটি সফটওয়্যার সংযোগ করতে হবে। এই সংযোগটি পাওয়ার জন্য তাঁকে বিটিসিএলের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। করতে হবে রেজিস্ট্রেশনও। এতে একজনের ল্যান্ডফোনের কল অন্য কেউ ইচ্ছা করলেও নিতে পারবে না। এতে সব ধরনের প্রাইভেসি বজায় থাকবে। টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, এটি একটি চমৎকার উদ্ভাবন। সত্যিকার অর্থে এই প্রযুক্তি বদলে দিতে পারবে বিটিসিএলকে।একই সঙ্গে সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেও দেশ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। তিনি বলেন, একাধিক মোবাইল সংযোগ থাকার পরও মানুষ এখনও বিটিসিএল (টিএন্ডটি) সংযোগ নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। এ কারণে বিটিসিএলকে নতুন সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে। তার মতে, নতুন নতুন সফটওয়্যার সংযোগ করে রাষ্ট্রায়ত্ত এই ল্যান্ডফোনটিকে মোবাইল ফোনের মতো আধুনিক ও জনপ্রিয় করে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়ে বিশ্বের টেলিযোগাযোগ সেক্টরের নৃত্য নতুন অসংখ্য প্রযুক্তি সম্পর্কে তারা জানতে পেরেছেন। এখন সময় এসেছে এসব প্রযুক্তি সুবিধা দেশের মানুষকে উপহার দেওয়ার।টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী ল্যান্ডফোনের ব্যবসা সঙ্কুচিত হয়ে আসছিল। রিভের এই সলিউশনের মাধ্যমে ল্যান্ডলাইন অপারেটরদের নতুনভাবে মার্কেট শেয়ার অর্জনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করছেন। এই সলিউশনটি মূলত একটি মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করবে। অ্যাপটি থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্কে থাকলেই ল্যান্ডফোনের যে কোনো কল মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে রিসিভ করা এবং ইচ্ছেমতো কলও করা যাবে। এতে ল্যান্ডলাইনের কলরেটে কোনো তারতম্য ঘটবে না।রিভ সিস্টেমসের ইউরোপ সেলস ডিরেক্টর রন পাস এ প্রসঙ্গে জানান, ইউরোপে মোবাইলে থ্রিজি ইন্টারনেটের ব্যবহার খুবই আশাব্যঞ্জক। আর তাই তিনি মনে করছেন এটি ল্যান্ডলাইন অপারেটরদের জন্য অনেক বড় একটি সুযোগ। শুধু ইউরোপ নয়, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অনেক দেশেও তাদের এই সলিউশনটি ল্যান্ডলাইন অপারেটরদের মার্কেট শেয়ার বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে।এছাড়াও এবার এমভিএনও মোবাইল অপারেটরদের জন্যও রিভের রয়েছে এমভিএনও প্রোডাক্ট স্যুট। যার মাধ্যমে এমভিএনও অপারেটররা নিজেদের ব্র্যান্ডিংয়ে রিভ সিস্টেমের মোবাইল ডায়ালার ব্যবহার করতে পারবে। এই মোবাইল ডায়ালারের সঙ্গেই থাকছে ইনস্ট্যান্ট মেসেজিং এবং আইপি কল করার সুবিধা। তাই যেসব এমভিএনও ডাটা সিম অফার করছে তারা এখন রিভের সেবা ব্যবহার করে খুব কম রেটে লং ডিস্টেন্স কলের অফারও দিতে পারবে। এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম।রিভ সিস্টেমসের গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর সঞ্জিত চ্যাটার্জি বলেন, নিজ মার্কেট থেকে বের হয়ে এমভিএনওরা অনেক ডায়নামিক সার্ভিস প্রোভাইডার হিসেবে আবির্ভূত হচ্ছে। আর তাদের সলিউশন ব্যবহার করে তারা তাদের সেবার পরিধি অনেক বেশি ছড়িয়ে দেয়ার সুযোগ পাচ্ছে। তাই ইন্টারনেট সেবা প্রদানকারী যেকোনো এমভিএনও তাদের এই সেবা নিয়ে তাদের গ্রাহকদের ভয়েস কল, চ্যাট, ফাইল ট্রান্সফার, মোবাইল টপ আপ এবং এসএমএস সুবিধা প্রদান করতে পারবে। বিটিসিলের একজন পরিচালক জানান, রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং প্রধান ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশে অবস্থিত।ভারতেও রয়েছে তাঁদের ডেভেলপমেন্ট সেন্টার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছে তাঁদের সেলস অফিস। তিনি বলেন, নতুন এই প্রযুক্তি নিয়ে তাঁরা ইতিমধ্যে রিভের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে টিঅ্যান্ডটি গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। রিভ সিস্টেম সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ৭৫টিরও বেশি দেশে দুই হাজার দুই শতাধিক সার্ভিস প্রোভাইডারকে সফলতার সঙ্গে সেবা দিয়ে আসছেন।
সার্ভার বন্ধ তবু বিক্রি হচ্ছে রেলের ই-টিকিট !
সুজিত
সাহা : রেলের নিয়মিত যাত্রী মো. জসিম উদ্দিন। ৫ মার্চ তূর্ণা নিশীথার একটি
ই-টিকিট কেনেন কালোবাজার থেকে, প্রায় ১ হাজার টাকা বেশি দামে। টিকিটে
কেনার সময় উল্লেখ আছে সকাল ৮টা ৫৮ মিনিট। যদিও সকাল ৯টার আগে ই-টিকিট কেনার
কোনো সুযোগ নেই। কারণ রাত সাড়ে ১০টা থেকে সকাল ৯টা পর্যন্ত সার্ভারটি বন্ধ
থাকে।
সার্ভার চালুর আগেই ই-টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা নিয়মিতই ঘটছে। কোনো টিকিটে সময় উল্লেখ থাকছে সকাল ৮টা ৫৫ মিনিট, কোনোটিতে আবার ৮টা ৫৬ মিনিট। কালোবাজারে এসব টিকিট বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে।
ই-টিকিট কালোবাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেন রেলওয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাও। নাম প্রকাশ না করে তারা বলেন, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) কিছু কর্মকর্তা নির্ধারিত কিছু গ্রাহককে নির্দিষ্ট সময়ের আগেই টিকিট কেনার সুযোগ করে দিচ্ছেন। যদিও সিএনএস কর্মকর্তাদের দাবি, সার্ভার বন্ধ থাকায় কোনোভাবেই সকাল ৯টার আগে ই-টিকিট সংগ্রহের সুযোগ নেই। এমনটা হয়ে থাকলে তা সাময়িক ত্রুটির কারণে।
ই-টিকিট কিনতে ভোগান্তির শিকার এক যাত্রী নাম প্রকাশ না করে বণিক বার্তাকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি রেলের ই-টিকিট সংগ্রহ করছি। যদিও টিকিট না পাওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। অনেক সময়ই সার্ভার অফলাইনে থাকছে। পরে যখন চালু হচ্ছে, তখন আর টিকিট থাকছে না। নির্দিষ্ট গ্রাহকের কাছে টিকিট বিক্রির কারণেই এমনটা হচ্ছে।’
বাংলাদেশ রেলওয়ে কম্পিউটারাইজড টিকেটিং ব্যবস্থা চালু করে ১৯৯৪ সালে। ওই সময় এর কাজ পায় টেকনোহ্যাভেন। পরে দায়িত্ব পায় ড্যাফোডিল সফটওয়্যারস। এরপর সিএনএস ও ড্যাফোডিল যৌথভাবে কাজ করে। বর্তমানে সিএনএস এককভাবে দায়িত্ব পালন করছে।
রেলওয়ে সূত্র জানায়, ই-টিকিট বিক্রি পরিচালন, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ করছে সিএনএস। পাশাপাশি সেলফোন ও ইন্টারনেটে টিকিট বিক্রি এবং বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ওয়েবসাইট ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্বও পালন করছে তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএনএসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরাও পেয়েছি। সার্ভার কম্পিউটারের ব্যাটারি নষ্ট থাকায় ই-টিকিটের সময় নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সজাগ রয়েছি। আশা করি আগামীতে এ ধরনের সমস্যা আর থাকবে না।’
সার্ভার চালুর আগেই টিকিট বিক্রি হওয়ার কোনো অভিযোগ পাননি বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রশিদা সুলতানা গণি। তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, ২০০৭ সালের ২০ এপ্রিল কার্যাদেশ পাওয়ার পর ২০ মে কাজ শুরু করে সিএনএস। ২০১২ সালে সিএনএসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কোনো প্রতিষ্ঠানকে সিএসআরটির কাজ দিতে না পারায় পিপিআর অনুসারে সিএনএসের কার্যক্রম ৫০ শতাংশ বাড়িয়ে দুই বছর বর্ধিত করা হয়। চলতি বছরের এপ্রিলে এর মেয়াদ শেষ হবে। তবে নতুন দরপত্র আহ্বানের পাশাপাশি বর্তমানে কাজ চালিয়ে যাওয়ার জন্য সিএনএসের সঙ্গে চুক্তি আরো নয় মাস বাড়ানোর সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি। প্রতিষ্ঠানটি প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ২ দশমিক ৩৭ শতাংশ ও গ্রুপ টিকিটের ক্ষেত্রে ২ দশমিক ১ শতাংশ রেলের কাছ থেকে পায়।
সার্ভার চালুর আগেই ই-টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা নিয়মিতই ঘটছে। কোনো টিকিটে সময় উল্লেখ থাকছে সকাল ৮টা ৫৫ মিনিট, কোনোটিতে আবার ৮টা ৫৬ মিনিট। কালোবাজারে এসব টিকিট বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে।
ই-টিকিট কালোবাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেন রেলওয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাও। নাম প্রকাশ না করে তারা বলেন, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) কিছু কর্মকর্তা নির্ধারিত কিছু গ্রাহককে নির্দিষ্ট সময়ের আগেই টিকিট কেনার সুযোগ করে দিচ্ছেন। যদিও সিএনএস কর্মকর্তাদের দাবি, সার্ভার বন্ধ থাকায় কোনোভাবেই সকাল ৯টার আগে ই-টিকিট সংগ্রহের সুযোগ নেই। এমনটা হয়ে থাকলে তা সাময়িক ত্রুটির কারণে।
ই-টিকিট কিনতে ভোগান্তির শিকার এক যাত্রী নাম প্রকাশ না করে বণিক বার্তাকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি রেলের ই-টিকিট সংগ্রহ করছি। যদিও টিকিট না পাওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। অনেক সময়ই সার্ভার অফলাইনে থাকছে। পরে যখন চালু হচ্ছে, তখন আর টিকিট থাকছে না। নির্দিষ্ট গ্রাহকের কাছে টিকিট বিক্রির কারণেই এমনটা হচ্ছে।’
বাংলাদেশ রেলওয়ে কম্পিউটারাইজড টিকেটিং ব্যবস্থা চালু করে ১৯৯৪ সালে। ওই সময় এর কাজ পায় টেকনোহ্যাভেন। পরে দায়িত্ব পায় ড্যাফোডিল সফটওয়্যারস। এরপর সিএনএস ও ড্যাফোডিল যৌথভাবে কাজ করে। বর্তমানে সিএনএস এককভাবে দায়িত্ব পালন করছে।
রেলওয়ে সূত্র জানায়, ই-টিকিট বিক্রি পরিচালন, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ করছে সিএনএস। পাশাপাশি সেলফোন ও ইন্টারনেটে টিকিট বিক্রি এবং বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ওয়েবসাইট ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্বও পালন করছে তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএনএসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরাও পেয়েছি। সার্ভার কম্পিউটারের ব্যাটারি নষ্ট থাকায় ই-টিকিটের সময় নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সজাগ রয়েছি। আশা করি আগামীতে এ ধরনের সমস্যা আর থাকবে না।’
সার্ভার চালুর আগেই টিকিট বিক্রি হওয়ার কোনো অভিযোগ পাননি বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রশিদা সুলতানা গণি। তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, ২০০৭ সালের ২০ এপ্রিল কার্যাদেশ পাওয়ার পর ২০ মে কাজ শুরু করে সিএনএস। ২০১২ সালে সিএনএসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কোনো প্রতিষ্ঠানকে সিএসআরটির কাজ দিতে না পারায় পিপিআর অনুসারে সিএনএসের কার্যক্রম ৫০ শতাংশ বাড়িয়ে দুই বছর বর্ধিত করা হয়। চলতি বছরের এপ্রিলে এর মেয়াদ শেষ হবে। তবে নতুন দরপত্র আহ্বানের পাশাপাশি বর্তমানে কাজ চালিয়ে যাওয়ার জন্য সিএনএসের সঙ্গে চুক্তি আরো নয় মাস বাড়ানোর সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি। প্রতিষ্ঠানটি প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ২ দশমিক ৩৭ শতাংশ ও গ্রুপ টিকিটের ক্ষেত্রে ২ দশমিক ১ শতাংশ রেলের কাছ থেকে পায়।
এখানে লাখ টাকার ল্যাপটপ মিলে মাত্র ৫০০০ টাকায়।
অন্যরকম এক বাজার। রাতের আঁধারে শুরু, রাতের আঁধারেই শেষ। এখানকার ক্রেতা-বিক্রেতা সবাই ভিন্ন এক জগতের মানুষ। এখানে লাখ টাকার ল্যাপটপ মিলে মাত্র ৫০০০ টাকায়। আর ২০ হাজার টাকার মোবাইল পাওয়া যায় ১০০০ টাকায় আর এ বাজার হলো রাজধানীর চোরাই মার্কেট। এখানে মালামাল কেনায়ও ঝুঁকি রয়েছে। বিক্রেতা মাল বেঁচে আবার কেড়ে নিতে পারে ক্রেতার কাছ থেকে। আশপাশে ঘোরাফেরা করে সংঘবদ্ধ চোরের দল। রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই হওয়া মালামাল রাতে জমা হয় এসব বাজারে। রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, সদরঘাট, ভাসানী হকি স্টেডিয়াম, চকবাজারের বেগমবাজারে গড়ে উঠেছে এ ধরনের চোরাই মার্কেট। মার্কেটের
ফেসবুক থেকে ফোনকল ফ্রি!!!
আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এবার যোগ হলো
ফ্রি ফোনকলের সুবিধা। নতুন এই প্রযুক্তির হাত ধরেই বাজারে বিস্ফোরণ ঘটিয়েছে
মার্ক জুকারবার্গের সংস্থা। এখন থেকে ফেসবুকের সোশ্যাল ম্যাসেঞ্জার
অ্যাপলিকেশন থেকে ফ্রিতে ফোন করা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ফের এক নতুন পালক লাগল ফেসবুকের মুকুটে। ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে যোগ হলো ফের এক নতুন প্রযুক্তির।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ফের এক নতুন পালক লাগল ফেসবুকের মুকুটে। ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে যোগ হলো ফের এক নতুন প্রযুক্তির।
সারাদেশে এক লাখ ওয়াইফাই পয়েন্ট: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করার কথাও জানান তিনি।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে (বিসিসি) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পলিসি ক্যাফের উদ্যোগে মঙ্গলবার ‘তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং কর্মসংস্থান’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
আগামী মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কয়েকটি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ সহযোগিতার কথা বলেছে। ৫০০ বা এক হাজার টাকা মাসিক
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে (বিসিসি) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পলিসি ক্যাফের উদ্যোগে মঙ্গলবার ‘তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং কর্মসংস্থান’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
আগামী মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কয়েকটি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ সহযোগিতার কথা বলেছে। ৫০০ বা এক হাজার টাকা মাসিক
সিম কেনায় রাশি টানার সিদ্ধান্ত নিল সরকার
জাতীয় নিরাপত্তার স্বার্থে এবার যথেচ্ছ সিম কেনায় রাশ টানার সিদ্ধান্ত নিল সরকার। চাইলেই আর যেখান সেখান থেকে সিম কিনে চালু করা যাবে না। গ্রাহকের দেয়া তথ্য যাচাই করেই তা চালু করবে মোবাইল কোম্পানি। আগামী ১ মার্চ থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর হবে বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে।
বিটিআরসির নির্দেশ অনুসারে দেশে ‘প্রি-অ্যাকটিভ সিম’ (আগে থেকেই চালু) বিক্রি নিষিদ্ধ। ২০১২ সালের ১২ অক্টোবরে ওই নির্দেশিকায় বলা আছে, গ্রাহক পরিচয় নিশ্চিত করার পরেই অপারেটররা সিম অ্যাকটিভ করতে পারবে। সিম নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো প্রামাণ্য সরকারি নথি জমা দেয়ার কথা গ্রাহককে।
অনলাইনে ছোটখাট আয় এবং কিছু কথা
অনলাইনে আয়ের তো অনেক পথ আছে তার মধ্যে 90% ভুয়া আর
10% সত্য হয়ে থাকে। আজ আপনাদের ছোট খাটো অনলাইন আয় নিয়ে কিছু কথা বলব।
তার মানে এটা বুঝে নিয়েন না এটাই ফ্রিলান্সিং। ফ্রিলান্সিং কথাটি ব্যাপক।
অনেকে ফ্রিলান্সিং করে অনেক ইনকাম করেন কারন তাদের দক্ষতা সেই পর্যায়ে।
আপনার যদি কোন দক্ষতা না থাকে এবং কিছু আয় করতে চান তবে নিচের সাইড থেকে
মাস শেষে অপ্ল অল্প করে হলেও আপনিও আয় করতে পারবেন।
বাংলাদেশে টাকা আনতে হলে প্রথমে আপনার নিচের লিঙ্ক এ ক্লিক করে পেজাতে এ্যাকাউন্ট খুলুন।
নিচের লিঙ্ক এ ক্লিক করে এ্যাকাউন্ট খুলুন তার পর শুরু করুন অনলাইনে আয়।
P.T.C(Paid To Click) হল অদক্ষ লোকের জন্য আয় করার সহজ উপায়। তবে এ পদ্বতিতে
আপনাকে আয় করতে অনেক ধৈয্যের প্রয়োজন। এ পদ্বতিতে আপনাকে একটা নিদিষ্ট সাইটে রেজিস্ট্রিশন করার পর আপনাকে প্রতিদিন লগইন করে এদের দেওয়া নিদিষ্ট কিছু লিংকে বা এডে ক্লিক করে নিদিষ্ট সময় অপেক্ষা করতে হবে। এ পদ্বতিতে আপনি সাইটের উপর নির্ভর করে প্রতিটি এডে ক্লিক করার জন্য আপনাকে ০.০১ ডলার হতে ০.০২ ডলার পর্যন্ত দিয়ে থাকে। সাধারনত আপনার একা্উন্টে ১-৫ ডলার হলে
আকাশে উড়ল (শাবির তৈরি) বাংলাদেশের প্রথম ড্রোন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (শাবি) পরীক্ষামূলকভাবে উড়ান হয়েছে চালকবিহীন বিমান ড্রোন।
গতকাল বুধবার বেলা ১টা ২৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ
ড্রোনটির উড্ডয়ন হয়। তবে যান্ত্রিক ত্র“টির কারণে ৫০ সেকেন্ড উড়ার পর
মাটিতে পড়ে যায় চালকবিহীন বিমান। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. জাফর ইকবালের সার্বিক তত্ত্বাবধানে
এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজুয়ানুল হক নাবিল, মারুফ হোসেন
রাহাত ও রবি কর্মকারের প্রচেষ্টায় এ যন্ত্রটি তৈরি করা হয়েছে। প্রথম থেকে
এখন পর্যন্ত ড্রোন তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো খরচই বহন
করেছেন প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল।
বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর
তৈরি দেশি ব্র্যান্ডের দোয়েল নেটবুকের প্রাইমারি-২১০২ মডেল বিক্রি হচ্ছে
মাত্র ৫ হাজার টাকায়। কয়েকটি নির্দিষ্ট সেলস সেন্টারে বুধবার পহেলা
জানুয়ারি ২০১৪ থেকে সাশ্রয়ী মূল্যের এই নেটবুক পাওয়া যাচ্ছে। ঢাকায়
গুলিস্তানে বিটিসিএলের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরে টেলিফোন
শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনায় বিসিএল ওয়ান পয়েন্টে কম
দামে এই নেটবুক কিনতে পারবেন।
দোয়েলের এই নেটবুক মডেলটির পূর্ব মূল্য ছিল
১০,৫০০ টাকা। উপরোক্ত বিক্রয় কেন্দ্রসমূহে দোয়েল বেসিক
ট্রেনের অবস্থান জানুন মোবাইলে।
লালমনিরহাট টু ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন টি ট্রাক করুন আর জেনে নিন ট্রেনটি এখন কোথায়? একদম ফ্রি....ট্রাকিং!!!!
শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য, আমার কাছে নতুন তাই শেয়ার করলাম।‘‘ ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে ’’
ট্রেনটিকে ট্রাক করতে যা যা লাগবে.....