হরতাল-অবরোধের নতুন অস্ত্র
২০ দলীয় জোটের ডাকা অবরোধ পালনে নতুন নতুন পন্থা অবলম্বন করছে দুর্বৃত্তরা। বাসে আগুন পেট্রোল বোমা নিক্ষেপ কোনটাই যেন থামছে না।
এবার বের করেছে মোটা রড দিয়ে তৈরি করা ত্রিফলা। অবরোধে রাস্তা বন্ধ করতে এই অস্ত্র ব্যবহার করা হয়। এই অস্ত্রের প্রতিটি ফলার উচ্চতা গড়ে ৪ ইঞ্চি। বালুর ছোট ব্যাগের ভেতর ঢুকিয়ে ঢাকা-দিনাজপুর মহাসড়কের উপর ফেলে রাখা হয়েছিল। সোমবার রাতে দিনাজপুরের বিরামপুরের ধানহাটির মোড়ে রাস্তার উপর পড়ে থাকা বালুর ব্যাগ থেকে পুলিশ এই অস্ত্র দুটি উদ্ধার করে।
টানা অবরোধের ১৬ তম দিন আজ। এই পর্যন্ত নিহত হয়েছেন ২৮ জন। যার মধ্যে পেট্রোল বোমা ও আগুনে নিহত হয়েছেন ১৩ জন, সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন। এছাড়া আরও আছেন ৫ জন। ৬১৮ টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আর ৪ দফায় নশকতা করা হয়েছে রেলে। বাদ যায়নি লঞ্চে আগুন দেওয়া। গতকাল বরিশাল থেকে ঢাকা আসার পথে দুটি লঞ্চের ৩ তলায় কেবিনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।