বিশ্বকাপের পর্দা উঠছে বিকেলে


আজ বিকেল সাড়ে তিনটায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ আফগানিস্তান। মূল পর্বের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে টাইগারদের জয় চাই-ই চাই। এর ব্যতিক্রম হলে রক্ষা থাকবে না। ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে।
বিশ্বকাপে বাংলাদেশ দলের তেমন কোন সাফল্য নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগের চার আসরে ১১ ম্যাচে খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব টপকিয়ে মূল পর্বের লড়াইয়ে খেলা হয়নি টাইগারদের। তবে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে অংশ নিতে চায় বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, আমাদের কাছে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই গুরুত্বপুর্ণ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চাই। টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। উদ্বোধনীটা ভালো হলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তাই টপঅর্ডার তিন ব্যাটসম্যান বড় রান করে দিতে পারলে মিডল অর্ডার ব্যাটসম্যানরা বুক চিতিয়ে লড়তে পারেন।

তিনি বলেন, আমরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। যেখানে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাছাড়া আমরা আমাদের হোমে খেলছি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আমরা ওদের সঙ্গে হেরেছি। আমরা সেই হারের প্রতিশোধ নিতে চাই।
সরাসরি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
http://mazedinfo.blogspot.com/p/channel-9_2.html
অথবা
http://mazedweb.blogspot.com/p/blog-page.html

SHARE THIS

0 মন্তব্য(গুলি):