রেজিস্ট্রেশন নেই এমন এক লাখ সিম কার্ড বন্ধ করে দেয়া হচ্ছে


রেজিস্ট্রেশন নেই এমন এক লাখ সিম কার্ড বন্ধ করে দেয়া হচ্ছে। বন্ধ করে দেয়ার আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি ও মেসেজ দেয়া হবে। সিম বন্ধ করে দেয়ার পর পুনঃরেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময় দেয়া হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল সিম কার্ড নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড নিয়ে সভায় হতাশা প্রকাশ করা হয়। বলা হয়, যত্রতত্র এখন মোবাইল ফোনের সিম কার্ড পাওয়া যাচ্ছে। সিম কেনার তথ্য খতিয়ে দেখতে গিয়ে নানা অসঙ্গতি চোখে পড়ে। অনেক সময় দেখা যায় এক তথ্যের সঙ্গে আরেক তথ্যের মিল নেই। এ জন্য ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয় রেজিস্ট্রেশনবিহীন সিমগুলো একটি নির্ধারিত সময় দিয়ে বন্ধ করতে হবে। এরপর পুনঃরেজিস্ট্রেশনের সময় দিতে হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, পুলিশের আইজিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন টেলিফোন অপারেটর কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):