সান্তনার জয়ের মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া


বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে এবার বেশ মিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলই এখানো জয় পায়নি। আর এই দুটি দলই খেলতে পারবে না টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। তবে আজ এই মিলটা একটু কমে যাবে। কারণ আজ এই জয় শূন্য দু-দলের মধ্যে হবে গ্রুপের শেষ ম্যাচ।  আজ অবশ্য একটি দল এই বিশ্বকাপে একটি সান্ত¦নার জয় পেলেও অন্য দলটিকে থাকতে হবে জয় শূন্য। ফলে একটি সান্ত¦না জয়ের জন্যই আজ মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট ছিল একটি ম্যাচে জয় নিয়ে নিজেদের শক্তির প্রমাণ দেয়া। তবে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা। কিন্তু কোন দলেই আশা পূরণ হয়নি। অস্ট্রেলিয়ার ফাইনালে উঠার আর কোন সুযোগ নেই। কারণ টানা তিনটি ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বাদ পড়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে শেষ ম্যাচে জিতে সান্ত¦নার জয়টা পাওয়া। তবে সেটাও কঠিন হতে পারে টাইগারদের জন্য। কারণ আজ শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে অস্ট্রেলিয়াও। ফলে মুশফিকদের পরাজয়ের ইতিহাসটা আরো দীর্ঘই হতে পারে আজ। কারণ অস্ট্রেলিয়ার চেয়ে অনেক কম শক্তির দল বাংলাদেশ। পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। আর টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশ মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে আছে। যদিও অস্ট্রেলিয়াও হেরেছে তিনটি ম্যাচে, তবে মাঠে আজ দেখা দিতে পারে অন্য অস্ট্রেলিয়াকে। টানা তিন ম্যাচ হারা অস্ট্রেলিয়া পরাজয়ের শোধটা নিতে পারে বাংলাদেশের উপর দিয়েই। অস্ট্রেলিয়া টানা তিন ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে ৮৬ রানে অলআউট ব্যাপারটা বাদ দিলে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করেই হেরেছে অস্ট্রেলিয়া। অবশ্য ব্যাটিংও সেটাই প্রমাণ করে। তাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কি করে সামলাবে মুশফিকরা।  ২০০৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া মুশফিকদের হারিয়েছে ৯ উইকেটে আর ২০১০ বিশ্বকাপে হারিয়েছিল ২৭ রানে। আজ তৃতীয় বারের দেখায় কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তাই দেখার অপেক্ষা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে ১৭১ রানের জবাবে ৯৮ রানে অলআউট হয়ে ৭৩ রানে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ২১ রানে তিন টপ অর্ডার ব্যাটসম্যান হারিয়ে কুল হারায় টাইগাররা।  শেষ পর্যন্ত ১৩৮ রান করে ভারতের বিপক্ষে ম্যাচে হারে ৮ উইকেটে। আর পাকিস্তানের কাছে ৫০ রানে হারে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):