স্বামীর ধর্ষণের শাস্তি স্বরূপ গণধর্ষণের শিকার হলেন অভিযুক্তের স্ত্রী। এই ঘটনার রূপকার ধর্ষিতার মা। মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতে তিনিই পুরো ঘটনাটির পরিকল্পনা করেছেন। এমনকি অভিযুক্তের স্ত্রীকে গণধর্ষণে অংশ নেয় ধর্ষিতার বাবাও। রবিবার ভারতের উত্তরপ্রেদেশের বারাবাঁকির হায়দারগড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গণধর্ষিতার স্বামী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে জেল খাটছে৷ আর এই দিকে কিশোরীর মা মেয়ের অপমানের শোধ তুলতে তিনজন ব্যক্তি এবং নিজের স্বামীকে প্ররোচিত করায়। তারপরই ওই গৃহবধুকে অপহরণ করে ওই চার ব্যক্তি। আসান্দ্রা থানা এলাকার একটি গ্রামে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে৷ পরে নিগৃহীতাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা৷ রবিবার সকালে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর অবস্থা এখনও আশঙ্কাজনক৷ পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা৷
তথ্য সূত্র: এই সময় ডট ইন্ডিয়া টাইমস ডটকম

SHARE THIS

0 মন্তব্য(গুলি):