অর্থনীতির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থনীতির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জিএসপি : নির্ধারিত সময়ে প্রতিবেদন পাঠালেও পূরণ হয়নি সব শর্ত

জিএসপি : নির্ধারিত সময়ে প্রতিবেদন পাঠালেও পূরণ হয়নি সব শর্ত


যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে ১৬টি শর্তের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম প্রতিবেদন দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। তখনই শর্তগুলো পূরণের জন্য ৩১শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছিল ১৫ই এপ্রিলের মধ্যে। বাংলাদেশ সরকার এখন নির্ধারিত সময়ে অর্থাৎ মঙ্গলবার তাদের অগ্রগতি প্রতিবেদন পাঠাচ্ছে। তবে সবক’টি শর্ত এখনও পূরণ হয়নি। জানা গেছে, কারখানার পরিদর্শক নিয়োগ এবং ইপিজেডে ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলোসহ মোট দশটি শর্ত পুরোপুরি পূরণ করা হয়েছে। এছাড়া দীর্ঘ মেয়াদের কিছু বিষয় রয়েছে। তার মধ্যে কারখানা ভবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অনেকটা সময় প্রয়োজন। সে বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একইসাথে এই শর্ত পূরণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও সরকার দেবে। এছাড়া কারাখানার ভবন সর্ম্পকিত নিরাপত্তা নিশ্চিত করতে আরও সময় লাগবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হবে। এদিকে মূলত পোশাক খাতে শ্রমিক নিরাপত্তার ইস্যুতে গত দশ মাস ধরে বাংলাদেশের জন্য বিশেষ এই রপ্তানি সুবিধা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বিদেশী ক্রেতাদের দু’টি ফোরাম অ্যাকোর্ড এবং এ্যালায়েন্সের কারখানা পরিদর্শনের যে কার্যক্রম চালাচ্ছে, তারও উল্লেখ থাকবে প্রতিবেদনে। তবে বাংলাদেশ সরকার মনে করছে, শর্তের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে রাজনৈতিক কোন বিষয় আনা না হলে জিএসপি সুবিধা ফেরত পাওয়া উচিত। সূত্র: বিবিসি
এবার প্রেমের ফাঁদে ফেলে বাণিজ্য!!!

এবার প্রেমের ফাঁদে ফেলে বাণিজ্য!!!

বাণিজ্যের কত প্রকারই না ধরণ! কেউ রূপের ফাঁদে ফেলে মানুষ ঠকায়, আবার কেউ প্রেমের ফাঁদে ফেলে পকেট ভরে। কমার্শিয়াল এই যুগে মানুষের দেহ-মন সবই এখন অর্থ উপার্জনের হাতিয়ার। আর এর সাথে যখন যুক্ত হয় কূটিল মস্তিষ্ক, তখন তো আর উপায়ই থাকে না!
মেয়েটার নাম, দোলা আক্তার। বয়স মাত্র ২০ বছর। এই বয়সে যখন তার অনাগত জীবন স্বপ্নে বিভোর থাকার কথা, ঠিক সে সময়ই সে মেতে উঠেছিল প্রতারণার ছোবল দিতে। মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে ব্যবসায়ীদের সঙ্গে সে গড়ে তুলত প্রেমের সম্পর্ক। দেখা করার নামে নির্ধারিত ফ্ল্যাটে নিয়ে কৌশলে ওই ব্যবসায়ীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখত দোলা এবং তার সঙ্গীরা। পরে ওই ছবি দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে দাবি করা হতো লাখ লাখ টাকা। টাকা দিতে আপত্তি করলেই গ্রেফতার এবং সংবাদ প্রচারের ভয়। ভুয়া প্রেমিকা, পুলিশ এবং সাংবাদিকের সমন্বয়ে গড়ে তোলা ওই প্রতারক চক্রটি প্রেমের ফাঁদে ফেলে অনেক ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
প্রতারিত এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাজধানীর মিরপুর পাইকপাড়ার একটি বাসা থেকে ওই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ ও একটি ডিজিটাল ক্যামেরা। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে গ্রেফতার অভিযান চালান ডিবির সহকারী পুলিশ কমিশনার রহমত উল্লাহ্ চৌধুরী।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দোলা আক্তার, আবু তালেব, ভুয়া ডিবি ইন্সপেক্টর আজাহার উদ্দিন খান, ভুয়া ডিবির সাব-ইন্সপেক্টর মো. মোস্তফা, ভুয়া সাংবাদিক শামীম সিকদার ও সালমা বেগম। প্রতারক চক্রটির মূল হোতা আবু তালেব নিজেকে ডিবির সহকারী কমিশনার পরিচয় দিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১৩ সালের ২৬ আগস্ট লন্ডন প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে দোলার আপত্তিকর ছবি তোলে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ টাকা আদায় করে। গত ২০ ফেব্রুয়ারি এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার কাছ থেকে একই ভাবে ১৭ লাখ টাকা আদায় করে।
সর্বশেষ মিরপুরের এক রাজনৈতিক নেতার কাছ থেকে তারা ৫ লাখ টাকা আদায় করে। ওই নেতার মিরপুর থানায় দায়ের করা মামলার সূত্র ধরে প্রতারকদের গ্রেফতার করা হয়।
সূত্র: দৈনিক সমকাল
ভুটান থেকে সাড়ে ৩ হাজার মে.ওয়াট বিদ্যুত আনা হচ্ছে

ভুটান থেকে সাড়ে ৩ হাজার মে.ওয়াট বিদ্যুত আনা হচ্ছে


এম শাহজাহান ॥ ভুটান থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুত আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিবে সরকার। উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই বিদ্যুত আমদানি করা হবে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহযোগিতায় ভুটান বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের বিদ্যুত উৎপাদনের ক্ষমতা প্রায় ৬ হাজার ৩শ’ মেগাওয়াট। ইতোমধ্যে বিদ্যুত বিভাগ ভুটান থেকে বিদ্যুত আমদানির সম্ভাবনার বিষয়টি আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। তাতে ভুটানের সঙ্গে বিদ্যুত খাতে সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে সুপারিশ করা হয়েছে। ভুটানের থিম্পুতে বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ে আগামীকাল বুধবারের বৈঠকেই এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, ৯ ও ১০ এপ্রিল বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ে দু’দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিদ্যুত আমদানির পাশাপাশি ট্রানজিট, শুল্কমুক্ত সুবিধায় রফতানি বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে ৮ সদস্যের একটি উচ্চপর্যাযের সরকারী প্রতিনিধি দল আজ মঙ্গলবার ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সচিব পর্যায়ের বৈঠকে দু’দেশের মধ্যে ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদনসহ নৌরুট চালু এবং বৈদেশিক বাণিজ্যে অর্থ আদান-প্রদানে জটিলতা নিরসন, শুল্কমুক্ত ১৮টি পণ্যের তালিকা সংশোধন, ভুটান কর্তৃক কতিপয় বাংলাদেশী পণ্যের ওপর শুল্কমুক্ত করার নোটিফিকেশন, বাংলাদেশী ফ্রুট জুস রফতানিতে জটিলতা নিরসনে ভুটানের এইচ এস কোডের বর্ণনা সংশোধন, নকুগাঁও ও হালুয়াঘাটকে স্থল কাস্টসম স্টেশন ঘোষণা, বৈদেশিক বাণিজ্যের অর্থ পরিশোধের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণ, ভুটানে ব্যবসায়ী ভিসার মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশে ভুটানের ১৭টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের অনুরোধ, উভয় দেশের শুল্ক কর্মকর্তাদের সমন্বয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, শুল্কমুক্ত ১৮টি পণ্যের ওপর আরোপিত এ্যাডভান্স ট্রেড ভ্যাট প্রত্যাহার, বাংলাদেশের মেরিন একাডেমিতে ভুটানের শিক্ষার্থীদের পড়াশুনার প্রস্তাব বিষয়ে আলোচনা করা হবে।
এ ছাড়া বিনিয়োগ সুবিধা সংক্রান্ত তথ্য বিনিময়, বেসরকারী খাতে সহযোগিতা, সিমেন্ট ইনস্যুলেটর এবং গ্লাসশীট রফতানি ও পর্যটন খাতে সহায়তা নিয়ে আলোচনা করা হবে সচিব পর্যায়ের বৈঠকে। এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী জনকণ্ঠকে বলেন, নতুন ইস্যু হিসেবে বিদ্যুত আমদানি, ট্রানজিটের খসড়া অনুমোদনের বিষয় অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, ভুটান থেকে বিদ্যুত আমদানির বিষয়টি নতুন নয়। বাংলাদেশে প্রতিবছর ১১-১২ ভাগ বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বিদ্যুত খাতের মাস্টারপ্লানে উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ভুটান থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুত আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর তাই বিদ্যুত আমদানির বিষয়টি এবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, ভুটান ১৭টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ট্যারিফ কমিশন ৬ পণ্যের সুবিধা দেয়ার বিষয়ে মত দিয়েছে। আগামীকালের বৈঠকে বিষয়গুলো উপস্থাপন করা হবে। বৈঠকে উপস্থাপনের জন্য কার্যপত্র তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিনিময় ও ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।