রাজধানীর মতিঝিল ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ইসলাম শিকদার (৪৫) ও মো. শাহজাহান (৩৪)।
মতিঝিল থানার এসআই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে মতিঝিল আল হেলাল পুলিশ
বক্সের কাছে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক ইসলাম ঘটনাস্থলেই
মারা যান।তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ঢাকায় তিনি থাকতেন মুগদা এলাকায়।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
এদিকে সোমবার রাত দেড়টার দিকে মিরপুর-১ নম্বর গোলচক্করের কাছে ট্রাকচাপায় নিহত হন রিকশাচালক শাহজাহান।
মিরপুর থানার এসআই আফজাল হোসেন বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে এসে শাহজাহানের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
শাহজাহান পল্লবী এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
SHARE THIS
0 মন্তব্য(গুলি):