টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লঙ্কানদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আসরের ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বাদ পায়নি শ্রীলঙ্কা। গত আসরের ফাইনালে ৩২ রানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের। তবে এবার আর না পাওয়ার বেদনায় কাঁদতে হয়নি সিংহদের। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ভারতকে সহজেই হারিয়ে প্রথমবারের মতো শর্ট ভার্সনের এ ক্রিকেট আসরের শিরোপা জয় করেছে লাসিথ মালিঙ্গার দল। এশিয়া কাপের মতোই হেসেখেলে শিরোপা জিতে নিয়েছে তারা। ফাইনাল ম্যাচে ভারতের দেয়া ১৩১ রানের ‘মামুলি’ টার্গেটে ধীরেসুস্থে ব্যাট করে মাত্র চার উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। সাঙ্গাকারার ৫১ রানের হার না মানা জড়ো ইনিংসের ওপর ভর করেই এ জয় পায় তারা।
এর আগে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪০ মিনিট বিলম্বে শুরু হয় ফাইনাল ম্যাচটি। টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় চার রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান রেহানে। তিনি আট বলে করেন তিন রান। দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। অপর উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি যোগ দিয়ে দলকে নিয়ে যান ৬৪ রানে। এ সময় হেরাতের বলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি করেন ২৬ বলে ২৯ রান। এরপর কোহলির সঙ্গে যোগ দেন যুবরাজ। এই জুটি মেরে খেলে দ্রুত দলের স্কোর বাড়াতে থাকেন। তবে সবচেয়ে বেশি মারমুখী ছিলেন বিরাট কোহলি। ৪০ বলে আসে কোহলির ফিফটি। এরপর আরও কিছুক্ষণ এই ধারা বজায় থাকলেও যুবরাজের আউট হওয়ার পর তা থিতিয়ে আসে। ফলে শেষ পাঁচ ওভারে আসে মাত্র ৩৫ রান, যা দলীয় গড় রানের চেয়েও কম। দলীয় ১১৯ রানে যুবরাজ আউট হলে ক্রিজে নামেন অধিনায়ক ধোনি। তিনি ৭ বলে চার রানে অপরাজিত। আর কোহলি শেষ ওভারের শেষ বলে রান আউট হওয়ার আগে ৫৮ বলে ৭৫ রান করেন। ভারত নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার পক্ষে কুলাসেকারা, ম্যাথুস ও হেরাত একটি করে উইকেট নেন। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে শর্মার বলে সাজঘরে ফিরে যান পেরেরা (৫) এবং অশ্বিনের বলে ৪১ রানে দিলশান (১৮)। এরপর দশম ওভারের শেষ বলে দলীয় ৬৫ রানে ফিরে যান জয়াবর্ধনে (২৪ বলে ২৪) রাইনার বলে ক্যাচ দিয়ে। দলীয় ৭৮ রানে মিশ্রর বলে আউট হন থিরেমানে (৭)। এরপর আর কোনো উইকেট খোয়াতে হয়নি তাদের। পঞ্চম উইকেট জুটিতে সাঙ্গাকারা (৫২) ও টি পেরেরা (২১) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সক্ষম হয়। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ১৩১ রানের মামুলি টার্গেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এই টার্গেট সাধারণত খুব কঠিন চ্যালেঞ্জ নয়।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):