নিজেই শাক-সবজী চাষ করছেন সালমান!


সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তিন বছর আগে ছেড়েছেন ধূমপান এবং মদপানের মতো বদ অভ্যাসগুলো। সেই ধারাবাহিকতায় এবার নিলেন আরেকটি পদক্ষেপ। আর তাতেই বনে গেলেন খবরের শিরোনাম।
নিজের ফার্ম হাউজে এই তারকা চাষ করছেন নানা জাতের শাক-সবজি। আর সেই শাক-সবজিগুলো বাজার পর্যন্ত না গেলেও নিজের পরিবারে সদস্যদের জন্য নিজেই চাষ করেন।
এই তারকা বলেন, বাজারে এখন যে সব শাক-সবজি পাওয়া যায় তাদের বেশির ভাগই ফরমালিনে পরিপূর্ণ। আর তাই নিজের জমিতে চাষ করে সেই শাক-সবজিই রান্না করা হয় এবং এগুলত কোন রকম কীটনাশক ব্যবহার করা ছাড়াই বেশ ভালো ফলন হচ্ছে।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):