পানি সঙ্কটে রাজধানীবাসী, যাও পাচ্ছে তাও ব্যবহারযোগ্য নয়

 
তীব্র তাপদাহে রাজধানীসহ সারাদেশের জনজীবন যেন দুর্ভিসহ হয়ে ওঠেছে। সেই সাথে খোদ রাজধানীতে দেখা দিয়েছে পানির তীব্র সঙ্কট। যদিও বা পানি পাওয়া যায় তাও আবার ব্যবহারযোগ্য নয়। পানিতে রয়েছে দুর্গন্ধ, রঙ হলুদ, কোথাও কোথাও ময়লা পানির সঙ্গে আসছে পোকাও। জানা যায়, পুরান ঢাকার শাঁখারীবাজার, দক্ষিণ মৈশুণ্ডী, যাত্রাবাড়ী ও নতুন ঢাকার রাজাবাজার, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুরে ওয়াসার পর্যাপ্ত পানি সরবরাহ করা হচ্ছে। তবে সে পানি ব্যবহারযোগ্য নয়। পানিতে রয়েছে দুর্গন্ধ, রঙ হলুদ, কোথাও কোথাও ময়লা পানির সঙ্গে আসছে পোকা। প্রায় নয় মাস ধরে চলছে পানির এ কষ্ট। বিশেষ করে রান্না, গোসল, কাপড় ধোয়াসহ বিভিন্ন কাজে ভীষণ সমস্যায় পড়েছে ওইসব এলাকাবাসী। সম্প্রতি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ নামক একটি সংগঠন অভিযোগ করেছে, রাজধানীবাসীর জন্য ওয়াসার সরবরাহ করা পানি পানের অযোগ্য, জীবাণুযুক্ত ও দুর্গন্ধময়। জানা গেছে, বর্তমানে তীব্র গরমের কারণে পানির চাহিদা বেড়ে গেছে। এর ওপর লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় পাম্পগুলোয় পানি উত্তোলনেও সমস্যা হচ্ছে। গেণ্ডারিয়া থানার পাশে একটি পানির পাম্প বসানোর জন্য এলাকাবাসী ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র দিয়েছে। তাতে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদেরও সুপারিশ রয়েছে। দক্ষিণ মৈশুণ্ডীতেও রয়েছে পানির কষ্ট। পানি সরবরাহ সেখানে মোটামুটি স্বাভাবিক থাকলেও পানিতে তীব্র দুর্গন্ধ। কল ছাড়লেই ভেসে ওঠে পোকা ও ময়লা। ওয়াসা সূত্রে জানা যায়, ২০১২ সালে ঢাকায় দৈনিক পানির চাহিদা ছিল ২৪৮ থেকে ২৫০ কোটি লিটার। এর বিপরীতে সরবরাহ করা হতো ২০০ কোটি লিটার। ওই সময় ৫০ কোটি লিটার পানির ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে পানির সে ঘাটতি পূরণ করেছে ঢাকা ওয়াসা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পে পানিও কম উঠছে বলেও জানা যায়।
 সূত্র: আলোকিত বাংলাদেশ

SHARE THIS

0 মন্তব্য(গুলি):