এখন বাংলাদেশের সব যায়গায় আলুর কেজি ৫-১৫ টাকার মধ্যে সেই আলু আমাদের কিনে খেতে ৪০০ টাকায় ভাবতেই অবাক লাগে এটা মাথা ঘামানোর মত কেউ নেই?
এবার আসুন দেখাই কিভাবে আলুর কেজি ৪০০ টাকা হলো? এক প্যাকেট চিপস =২৫ গ্রাম।
৪০ গ্রাম x ২৫ গ্রাম=১০০০ গ্রাম বা ১ কেজি এছাড়াও বাজারে আরো কিছু চিপস আছে যার দাম আরো বেশি। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সরকার বা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা এ বিষয়ে নজর দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এই লেখাটি যারা পড়বেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন।
0 মন্তব্য(গুলি):