মহাসড়কে টোল আদায়ে সরকারের নতুন
নীতিমালার বিরোধিতা করে বিএনপি বলেছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর
মতো জনগণের টাকা লুটপাট করতেই এ সিদ্ধান্ত।
1
35
1
35
মঙ্গলবার নয়াপল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী বলেন, জনগণকে ‘নির্যাতনের’ জন্য এটি সরকারের ‘আরেকটি কৌশল’।
“যেখানে প্রতিদিন সড়ক-মহাসড়কে যানজট লেগেই থাকে, শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়; সেখানে জনগণের জানমালের নিরাপত্তা বিধান না করে সরকার টোল আদায়ের নীতিমালা করছে।”
জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের মহাসড়কগুলোকে টোলের আওতায় এনে সারাদেশের সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে সোমবার ‘টোল নীতিমালা ২০১৪' অনুমোদন করে মন্ত্রিসভা।
রিজভী বলেন, “আমরা মনে করি,কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে জনগণের পকেট থেকে অর্থ ছিনিয়ে নেয়ার অংশ হিসেবে সড়ক-মহাসড়কের টোল আদায়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
সোমবার মন্ত্রিসভারবৈঠক শেষে জানানো হয়, সেতুর পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোকে টোলের আওতায় আনছে সরকার। টোলের হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা।
অবশ্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন টোল নীতিমালার মাধ্যমে বিদ্যমান জাতীয়, আঞ্চলিক বা জেলা সড়কগুলোতে নতুন করে টোল আরোপ করা হবে না।
“নতুনভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে কোন টোল আরোপ করা হবে কি না তা সরকার সার্বিক দিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।”
“যেখানে প্রতিদিন সড়ক-মহাসড়কে যানজট লেগেই থাকে, শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়; সেখানে জনগণের জানমালের নিরাপত্তা বিধান না করে সরকার টোল আদায়ের নীতিমালা করছে।”
জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের মহাসড়কগুলোকে টোলের আওতায় এনে সারাদেশের সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে সোমবার ‘টোল নীতিমালা ২০১৪' অনুমোদন করে মন্ত্রিসভা।
রিজভী বলেন, “আমরা মনে করি,কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে জনগণের পকেট থেকে অর্থ ছিনিয়ে নেয়ার অংশ হিসেবে সড়ক-মহাসড়কের টোল আদায়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
সোমবার মন্ত্রিসভারবৈঠক শেষে জানানো হয়, সেতুর পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোকে টোলের আওতায় আনছে সরকার। টোলের হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা।
অবশ্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন টোল নীতিমালার মাধ্যমে বিদ্যমান জাতীয়, আঞ্চলিক বা জেলা সড়কগুলোতে নতুন করে টোল আরোপ করা হবে না।
“নতুনভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে কোন টোল আরোপ করা হবে কি না তা সরকার সার্বিক দিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।”
SHARE THIS
0 মন্তব্য(গুলি):