বাংলাদেশ-চীন ব্যবসায়ীদের মধ্যে ১৩.৬ বিলিয়ন ডলারের চুক্তি সম্পূর্ণ

China_president-1
বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিআই এবং চায়না বিজনেস ফোরামের বৈঠকে এ চুক্তি হয়।

বৈঠক শেষে এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমাদ জানান, চীনের ১৫টি কোম্পানির সঙ্গে বাংলাদেশের ১৫টি কোম্পানির মধ্যে ১৯টি চুক্তি হয়েছে।
তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও এ চুক্তির সংখ্যা বেড়ে ৫০ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঢাকা এসেছেন দেশটির ৮৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল।
বিকালে তাদের সঙ্গে বাংলাদেশি ব্য্বসায়ীদের এই বৈঠক আয়োজন করে এফবিসিসিআই ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-সিসিপিআইটি।
বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন, বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয় তাদের।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যে ষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের উপস্থিতিতে ওই সব চুক্তি সই হয়।
এফবিসিসিআই সভাপতি মাতলুব ছাড়াও বাংলাদেশি ব্যুবসায়ীদের মধ্যেি ইনসেপ্টা ফার্মাসিটিকেলসের ব্যলবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, অ্যাপিলিয়ন গ্রুপের রেজাউল কবির বক্তব্যস রাখেন।
অপরদিকে সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান চ্যান ঝউ, চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট ওয়াং জু শেং, টিবিয়ান ইলেকট্রিক অ্যাপারেটর কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাওয়াংশি বক্তব্য দেন।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):