সারাদেশে ৯ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত।

পৃথক ঘটনায় গতকাল সারাদেশে অন্তত ১৮ জনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়া, কক্সবাজারের টেকনাফ, সাতক্ষীরার কলারোয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্চ, মানিকগঞ্জ ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, টাঙ্গাইলের কালিহাতি, ময়মনসিংহ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুড়িগ্রামের নাগেশ্বরী, সুনামগঞ্জের তাহিরপুরসহ ৯ জেলায় পৃথক ঘটনায় আরও অন্তত ১০ জনের অপমৃত্যু হয়েছে।
বিস্তারিত আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবরে :
বগুড়া : বগুড়ায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। শহর ও সারিয়াকান্দি উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় বগুড়া শহর প্রথম বাইপাস সড়কের নিরালা তেলের পাম্পের সামনে রংপুরগামী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে আরোহী সানোয়ার হোসেন (৩২) মারা যায়। সে শহরের
ছিলিমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে সকাল সাড়ে ৯টায় সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্টের পাশে একটি ট্রাক চাপায় আশা (৫) নামের একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। সে দিঘলকান্দি গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। জনগন ট্রাক আটক করেছে।
কক্সবাজার : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সৈকত সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ আলম (৩২) টেকনাফ পৌর এলাকার কলেজ পাড়ার বাসিন্দা নূর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, ফরিদ আলম নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার পথে সৈকত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার গয়ড়া শফিকুলের ইটভাটার সামনে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বয়েরডাঙ্গা গ্রামের রিজাউলের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাহাবুর রহমান (১২) সহ তিন বন্ধু পার্শ্ববর্তী গয়ড়া বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পথে গয়ড়া গ্রামের শফিকুলের ইটভাটার সামনে ইট বোঝাই একটি ট্রলি রাস্তার ওপর সাহাবুর রহমানকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে একটি খাদে সাইকেলসহ পড়ে গুরুতর আহত হয়।
পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে আসতে পথেই মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সিএনজি চাপায় পিংকি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকি চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকার আবদুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় কাছিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পিংকি নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় রাস্তা পারাপার হওয়ার সিএনজি পিংকিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জরম্নরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক গোলাম মহিউদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার : সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ও একটি খালি ট্রাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও ট্রাকটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অপর ৪০ যাত্রী।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বাস ও ট্রাকটি পুলিশ আটক করেছে।
এদিকে সাভারে এক নারী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমী বেগম (২২)। গতকাল শুক্রবার সকালে নরসিংহপুর এলাকার বায়েজিদের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নরসিংহপুর এলাকার বায়েজিদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পোশাক শ্রমিক সুমীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহত পোশাক শ্রমিক সুমীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবাগঞ্জের শিবগঞ্জে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ভটভটির সংঘর্ষে ছেলে নিহত ও বাবা আহত হয়েছে। নিহত ছেলের নাম নাহিদ (১২) ও বাবা ভটভটি চালক মিলন আহত হন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড় দিয়ে ভটভটি চালিয়ে ছেলেকে নিয়ে শিবগঞ্জ যাচ্ছিলেন মিলন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যায় আর তার বাবা মিলন আহত হন।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলা কারাগার এলাকায় গাড়ি চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই স্থান থেকে থেতলে যাওয়া খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে। তবে পুলিশ তাত্ক্ষণিকভাবে লাশের পরিচয় এবং নারী না পুরুষ তা নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে ওই স্থানে অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ৮টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই পথচারী নিহত হয়েছেন।
পুলিশ নিহতের পরিচয় জানার ও ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা করছে। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আলমডাঙ্গা উপজেলার গড়গড়িয়া গ্রামের হারুন অর রশীদের ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নিত্তবুড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে শিশু জুনায়েদ তার দাদীর সঙ্গে পার্শ্ববর্তী নিত্তবুড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জোগারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ : ময়মনসিংহ গফরগাঁয়ের ফারুক (৪৭) নামে এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজ বাড়ির বিদ্যুত্ সংযোগের মিটার পরিবর্তন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখাল উপজেলার চাঁদাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাকিব মণ্ডল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাজবাড়ী থেকে একটি ট্রেন চাঁদবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার রতনদিয়া দফাদিয়া গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।
রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিজক গ্রামের মধুময় চাকমা (৪২) শিজক কলেজের পাশে গাছ কাটছিলেন। এ সময় গাছে রশি বেঁধে টানলে সেটি তার ওপর পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে রাজীব ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালির ফিরিঙ্গী বাজার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাজীব ঘোষ উপজেলার ফিরিঙ্গী বাজারে প্রিয় ঘোষের ছেলে।
রাজীবের বন্ধু সুজন মজুমদার জানায়, সকাল ১১টার দিকে রাজীব হিন্দু সমপ্রদায়ের ধর্মীয় উত্সবে বারুনি স্নান করার জন্য কর্ণফুলী নদী থেকে পানি আনতে যায়। এ সময় সে পা পিছলে নদীর পানিতে পড়ে গেলে আর উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাজীবকে তার স্বজনরা ১২টার দিকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কুরবান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া গ্রামের বদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে কুরবান তার ৫-৬ বন্ধুর সঙ্গে বাড়ির সামনে পদ্মা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ কুরবানকে তার বন্ধুরা না দেখতে পেলে আশপাশের লোকজনকে জানায়।
স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে না পেলে গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজির পর কুরবানের লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফরিদ হোসেন জানান, এক শিশুর পদ্মা নদীতে ডোবার খবর শুনেছি। তবে থানায় কোনো অভিযোগ না আসায় মামলা হয়নি।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরু গোসল করাতে গিয়ে পুকুরে ডুবে সাইদার সর্দার (১১) নামে কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ডিএম একাডেমির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদার নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ার ভিটা গ্রামের মৃত আজিজুল হক সর্দারের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদার মনিরচর এলাকার আতাহার দেওয়ানের বাড়িতে কাজ করত। গতকাল দুপুরে গৃহকর্তার গরু ডিএম একাডেমির পুকুরে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কমড়াবন্দ গ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের নাম ঝুমা আক্তার (১৪)। সে উপজেলার পুরানঘাট গ্রামের নওশের আলীর মেয়ে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝুমাকে ঘরে পড়তে বসিয়ে তার মা পাশের বাড়িতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সিটকানি ভেঙে ঘরে ঢুকে ঝুমার ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ঝুমার বাবা নওশের আলী ৫-৬ মাস ধরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বালিকা বিদ্যালয়ের পাশে তার ভাগিনা কাজল মিয়ার জায়গায় বসবাস করছিলেন।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):