জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে পেশাজীবিদের বিক্ষোভ


সাংবাদিক ও পেশাজীবি নেতারা বিক্ষোভ প্রর্দশন করে সরকার ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে আজ মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায়। নেতারা বলেন, অবৈধ সরকারের কোনো ধরণের আইন ও নীতিমালা করা নৈতিক অধিকার নেই। এই নীতিমালা প্রয়োগ হলে সকল গণমাধ্যম সরকারি প্রচারপত্রে পরিণত হবে। এজন্য আমরা এই নীতিমালা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তারা বলেন, এই নীতিমালা অত্যান্ত ষড়যন্ত্রমূলক। যারা এই নীতিমালার পক্ষে আছেন তারা গণমাধ্যমবিরোধী। এর পেছনে সরকারের গভীর রাজনৈতিক উদ্দ্যেশ্যে রয়েছে। এটি শুধু গণমাধ্যম নয় জনগণের বাকস্বাধীনতা হরণ করবে। বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দীন আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, বর্তমান মহাসচিব এম এ আজিজ, সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

SHARE THIS

0 মন্তব্য(গুলি):