দেশের খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশের খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নব্বই শতাংশ গৃহকর্মীই নির্যাতনের শিকার

নব্বই শতাংশ গৃহকর্মীই নির্যাতনের শিকার


দেশের কোথাও দিন-রাতের কোনো সময়ই নিরাপদ নয় গৃহকর্মী নারী-শিশুরা। গত ১৪ মাসে অর্থাৎ ২০১৩ থেকে ১৪ সালের ফেব্রুয়ারি মাস পযর্ন্ত সারা দেশে ৬৪ জন গৃহপরিচারিকা খুন ও ১২ শতাধিক গৃহশ্রমিক ধর্ষণসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। অধিকাংশ খুনই করা হয়েছে ধর্ষণের পর। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৯শ গৃহপরিচারিকাকে খুন করা হয়। প্রতি বছর গৃহকর্মী নির্যাতন ও খুনের ঘটনা বাড়ছেই।

সরেজমিন ও বিভিন্ন সামাজিক সংগঠন সূত্রে জানা গেছে, শুধু রাজধানীর গৃহকর্মী নারী-শিশুর নয়, সারা দেশেই এমন চিত্র। এ কাজে যুক্ত প্রায় ৯২ শতাংশই শিশু। তাই শোষণ, বঞ্চনা ও শারীরিক নির্যাতন আরও তীব্র। বাংলাদেশ লেবার সার্ভে ২০০৬ সালের তথ্য অনুযায়ী গৃহকর্মে নিয়োজিত ১৫ বছরের ওপরের বয়সী শিশুর সংখ্যা হচ্ছে ৩ লাখ ৩১ হাজার। বর্তমানে এ সংখ্যা প্রায় পৌনে ৬ লাখ। তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ২৫ লাখেরও বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত রয়েছে। এদের ৯০ শতাংশই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার।

৭ জানুয়ারি ২০১৩ জনৈক সংসদ সদস্যের এপিএস কাজল মোল্লা তার গৃহকর্মীকে ধর্ষণের পর পৈশাচিক নির্যাতন করে গাজীপুর কাপাসিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়। ৫ জুন রাজধানীর দক্ষিণখান এলাকায় গৃহকর্মী ফরমিন আক্তার কেয়ার (১৩) লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে গৃহকর্তা রাশেদুল ইসলাম ও গৃহকর্ত্রী সাবরিনা জাহান গ্রেফতার হলেও বিচার এখনও শেষ হয়নি। ১৫ অক্টোবর গৃহকর্মী শারমিনকে (১৫) হত্যা করা হয়। বনানীর ১ নম্বর রোডের ৭৮ নম্বর বাড়িতে কাজ করত শারমিন। রাজধানীর ধানমণ্ডির ১০/এ নম্বর রোডের বাসিন্দা ব্যাংকার সুনীল মজুমদারের বাড়িতে কাজ করত মনিমালা (১৪) ও মাধবী (১২) দুবোন। একদিন দুবোনকে নির্যাতন শেষে জোর করে ছাদে তুলে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাৎক্ষণিক মনিমালার মৃত্যু হয়। দুপা ও হাত ভেঙে যায় মাধবীর। ঘটনাটি ঘটে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর। শ্যামপুর এলাকায় ৬ সেপ্টেম্বর রাতে তানিয়া (৮) নামক গৃহশ্রমিককে ধর্ষণের পর খুন করা হয়। মায়ের সঙ্গে ভাত বিক্রি করত শিশু রিতু (১০)। ২০ জুন ২০১৩ রাজধানীর পুরানা পল্টন মোড়ের ট্রপিকানো টাওয়ারের ৪র্থ তলার টয়লেটে রিতুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

জানা যায়, নির্যাতনের প্রায় ৯০ শতাংশ ঘটনা নানাভাবে চাপা পড়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান বলেন, গৃহকর্মীরা এক একটি পরিবারে বছরের পর বছর থাকলেও তাদের দাস-দাসী হিসেবেই চিহ্নিত করা হয়। চলে অমানবিক নির্যাতনসহ পৈশাচিক শারীরিক নির্যাতন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম-কমিশনার (ডিবি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনা অমানবিক এবং এর ধরনের অপরাধকে কোনোভাবেই বরদাশত করা যায় না। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সম্প্রতি আদুরির বিষয়টি যেভাবে গুরুত্ব দিয়ে পুলিশ তার সাংবিধানিক ও সামাজিক দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে সবকিছু আইন প্রয়োগ করে নয়, সামাজিকভাবে নিজেদের ভেতরে সচেতনতা এবং দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের ঘটনাকে কমিয়ে আনতে হবে।
সান্তনার জয়ের মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

সান্তনার জয়ের মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া


বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে এবার বেশ মিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলই এখানো জয় পায়নি। আর এই দুটি দলই খেলতে পারবে না টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। তবে আজ এই মিলটা একটু কমে যাবে। কারণ আজ এই জয় শূন্য দু-দলের মধ্যে হবে গ্রুপের শেষ ম্যাচ।  আজ অবশ্য একটি দল এই বিশ্বকাপে একটি সান্ত¦নার জয় পেলেও অন্য দলটিকে থাকতে হবে জয় শূন্য। ফলে একটি সান্ত¦না জয়ের জন্যই আজ মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট ছিল একটি ম্যাচে জয় নিয়ে নিজেদের শক্তির প্রমাণ দেয়া। তবে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা। কিন্তু কোন দলেই আশা পূরণ হয়নি। অস্ট্রেলিয়ার ফাইনালে উঠার আর কোন সুযোগ নেই। কারণ টানা তিনটি ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বাদ পড়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে শেষ ম্যাচে জিতে সান্ত¦নার জয়টা পাওয়া। তবে সেটাও কঠিন হতে পারে টাইগারদের জন্য। কারণ আজ শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে অস্ট্রেলিয়াও। ফলে মুশফিকদের পরাজয়ের ইতিহাসটা আরো দীর্ঘই হতে পারে আজ। কারণ অস্ট্রেলিয়ার চেয়ে অনেক কম শক্তির দল বাংলাদেশ। পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। আর টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশ মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে আছে। যদিও অস্ট্রেলিয়াও হেরেছে তিনটি ম্যাচে, তবে মাঠে আজ দেখা দিতে পারে অন্য অস্ট্রেলিয়াকে। টানা তিন ম্যাচ হারা অস্ট্রেলিয়া পরাজয়ের শোধটা নিতে পারে বাংলাদেশের উপর দিয়েই। অস্ট্রেলিয়া টানা তিন ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে ৮৬ রানে অলআউট ব্যাপারটা বাদ দিলে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করেই হেরেছে অস্ট্রেলিয়া। অবশ্য ব্যাটিংও সেটাই প্রমাণ করে। তাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কি করে সামলাবে মুশফিকরা।  ২০০৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া মুশফিকদের হারিয়েছে ৯ উইকেটে আর ২০১০ বিশ্বকাপে হারিয়েছিল ২৭ রানে। আজ তৃতীয় বারের দেখায় কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তাই দেখার অপেক্ষা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে ১৭১ রানের জবাবে ৯৮ রানে অলআউট হয়ে ৭৩ রানে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ২১ রানে তিন টপ অর্ডার ব্যাটসম্যান হারিয়ে কুল হারায় টাইগাররা।  শেষ পর্যন্ত ১৩৮ রান করে ভারতের বিপক্ষে ম্যাচে হারে ৮ উইকেটে। আর পাকিস্তানের কাছে ৫০ রানে হারে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
শিশু পল্লীর অনাথ : শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

শিশু পল্লীর অনাথ : শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও অনাথ শিশুদের সঙ্গে গতকাল রোববার বেশ কিছু সময় কাটিয়েছেন। তিনি গতকাল দুপুরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এসওএস শিশুপল্লীতে অনাথ শিশুদের মাঝে বেশ কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রী অনাথ শিশুদের চকোলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার দেন। এছাড়াও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক, মেয়ে লীলা ও ছেলে কাইয়াস মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
ইউনান গভর্নরের সাক্ষত্
এদিকে সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর লী ঝিহেং গি চমত্কার বিনিয়োগ বান্ধব পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ আগামী দিনে বৈশ্বিক বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। আর এক্ষেত্রে চীনের ইউনান প্রদেশ নিয়ামক ভূমিকা পালন করবে।
চীনের ইউনান প্রদেশের গভর্নর লি ঝিহেং গি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
গভর্নর লি ঝিহেং গি বাংলাদেশের আতিথেয়তার
উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইউনান প্রদেশ বাংলাদেশের নিকট প্রতিবেশী।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২০১০ সালের কুনমিং সফরের কথা স্মরণ করে বলেন, কুনমিং হচ্ছে বাংলাদেশের নিকটতম সহযোগী।
চীন সব সময় বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল এবং থাকবে উল্লেখ করে গভর্নর গত ৫ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিজয় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
গভর্নর বলেন, চীন অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের জনগণের পাশে থাকবে।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ৬ ভাগেরও বেশি প্রবৃদ্ধি ধরে রাখায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি অঙ্গিকারের কারণেই এটা সম্ভব হয়েছে।
লি ঝিহেং গি বলেন, চট্টগ্রা থেকে কুনমিং পর্যন্ত সরাসরি যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম-কুনমিং এরই মধ্যে ‘সিস্টার সিটিতে’ পরিণত হয়েছে।
তিনি আগামী জুনের প্রথম সপ্তাহে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠিতব্য চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শীতে যোগদানের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আনুষ্ঠানিকপত্র হস্তান্তর করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রদর্শনীতে উপস্থিত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি বলেন, ‘এই প্রদর্শনী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ব্যবাসা-বাণিজ্য বৃদ্ধির সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নে সহযোগিতার জন্য বেইজিংয়ের প্রশংসা করেন।
তিনি চীন ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১০ সালে তার (প্রধানমন্ত্রী) চীন সফরের পর দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
শেখ হাসিনা মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। এছাড়া বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) করিডোর বাস্তবায়িত হলে চারটি দেশই লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে চীনের সমর্থনের জন্যও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশের যোগাযোগ, আইটি, প্রতিরক্ষা, গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানি ক্ষেত্রে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আগামীতেও চীনের এসব সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমপ্রতি নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে থাকা চীনের ১শ’ ৫৩ জন নাগরিকের কথা উল্লেখ করে শেখ হাসিনা এ ব্যাপারে বংলাদেশের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।
ইউনান প্রদেশের গভর্নর লি ঝিহেং নিখোঁজ বিমান অনুসন্ধানে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
সারাদেশে ৯ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত।

সারাদেশে ৯ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত।

পৃথক ঘটনায় গতকাল সারাদেশে অন্তত ১৮ জনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়া, কক্সবাজারের টেকনাফ, সাতক্ষীরার কলারোয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্চ, মানিকগঞ্জ ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, টাঙ্গাইলের কালিহাতি, ময়মনসিংহ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুড়িগ্রামের নাগেশ্বরী, সুনামগঞ্জের তাহিরপুরসহ ৯ জেলায় পৃথক ঘটনায় আরও অন্তত ১০ জনের অপমৃত্যু হয়েছে।
বিস্তারিত আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবরে :
বগুড়া : বগুড়ায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। শহর ও সারিয়াকান্দি উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় বগুড়া শহর প্রথম বাইপাস সড়কের নিরালা তেলের পাম্পের সামনে রংপুরগামী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে আরোহী সানোয়ার হোসেন (৩২) মারা যায়। সে শহরের
ছিলিমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে সকাল সাড়ে ৯টায় সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্টের পাশে একটি ট্রাক চাপায় আশা (৫) নামের একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। সে দিঘলকান্দি গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। জনগন ট্রাক আটক করেছে।
কক্সবাজার : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সৈকত সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ আলম (৩২) টেকনাফ পৌর এলাকার কলেজ পাড়ার বাসিন্দা নূর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, ফরিদ আলম নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার পথে সৈকত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার গয়ড়া শফিকুলের ইটভাটার সামনে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বয়েরডাঙ্গা গ্রামের রিজাউলের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাহাবুর রহমান (১২) সহ তিন বন্ধু পার্শ্ববর্তী গয়ড়া বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পথে গয়ড়া গ্রামের শফিকুলের ইটভাটার সামনে ইট বোঝাই একটি ট্রলি রাস্তার ওপর সাহাবুর রহমানকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে একটি খাদে সাইকেলসহ পড়ে গুরুতর আহত হয়।
পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে আসতে পথেই মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সিএনজি চাপায় পিংকি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকি চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকার আবদুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় কাছিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পিংকি নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় রাস্তা পারাপার হওয়ার সিএনজি পিংকিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জরম্নরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক গোলাম মহিউদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার : সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ও একটি খালি ট্রাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও ট্রাকটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অপর ৪০ যাত্রী।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বাস ও ট্রাকটি পুলিশ আটক করেছে।
এদিকে সাভারে এক নারী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমী বেগম (২২)। গতকাল শুক্রবার সকালে নরসিংহপুর এলাকার বায়েজিদের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নরসিংহপুর এলাকার বায়েজিদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পোশাক শ্রমিক সুমীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহত পোশাক শ্রমিক সুমীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবাগঞ্জের শিবগঞ্জে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ভটভটির সংঘর্ষে ছেলে নিহত ও বাবা আহত হয়েছে। নিহত ছেলের নাম নাহিদ (১২) ও বাবা ভটভটি চালক মিলন আহত হন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড় দিয়ে ভটভটি চালিয়ে ছেলেকে নিয়ে শিবগঞ্জ যাচ্ছিলেন মিলন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যায় আর তার বাবা মিলন আহত হন।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলা কারাগার এলাকায় গাড়ি চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই স্থান থেকে থেতলে যাওয়া খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে। তবে পুলিশ তাত্ক্ষণিকভাবে লাশের পরিচয় এবং নারী না পুরুষ তা নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে ওই স্থানে অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ৮টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই পথচারী নিহত হয়েছেন।
পুলিশ নিহতের পরিচয় জানার ও ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা করছে। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আলমডাঙ্গা উপজেলার গড়গড়িয়া গ্রামের হারুন অর রশীদের ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নিত্তবুড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে শিশু জুনায়েদ তার দাদীর সঙ্গে পার্শ্ববর্তী নিত্তবুড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জোগারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ : ময়মনসিংহ গফরগাঁয়ের ফারুক (৪৭) নামে এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজ বাড়ির বিদ্যুত্ সংযোগের মিটার পরিবর্তন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখাল উপজেলার চাঁদাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাকিব মণ্ডল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাজবাড়ী থেকে একটি ট্রেন চাঁদবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার রতনদিয়া দফাদিয়া গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।
রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিজক গ্রামের মধুময় চাকমা (৪২) শিজক কলেজের পাশে গাছ কাটছিলেন। এ সময় গাছে রশি বেঁধে টানলে সেটি তার ওপর পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে রাজীব ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালির ফিরিঙ্গী বাজার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাজীব ঘোষ উপজেলার ফিরিঙ্গী বাজারে প্রিয় ঘোষের ছেলে।
রাজীবের বন্ধু সুজন মজুমদার জানায়, সকাল ১১টার দিকে রাজীব হিন্দু সমপ্রদায়ের ধর্মীয় উত্সবে বারুনি স্নান করার জন্য কর্ণফুলী নদী থেকে পানি আনতে যায়। এ সময় সে পা পিছলে নদীর পানিতে পড়ে গেলে আর উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাজীবকে তার স্বজনরা ১২টার দিকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কুরবান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া গ্রামের বদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে কুরবান তার ৫-৬ বন্ধুর সঙ্গে বাড়ির সামনে পদ্মা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ কুরবানকে তার বন্ধুরা না দেখতে পেলে আশপাশের লোকজনকে জানায়।
স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে না পেলে গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজির পর কুরবানের লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফরিদ হোসেন জানান, এক শিশুর পদ্মা নদীতে ডোবার খবর শুনেছি। তবে থানায় কোনো অভিযোগ না আসায় মামলা হয়নি।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরু গোসল করাতে গিয়ে পুকুরে ডুবে সাইদার সর্দার (১১) নামে কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ডিএম একাডেমির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদার নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ার ভিটা গ্রামের মৃত আজিজুল হক সর্দারের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদার মনিরচর এলাকার আতাহার দেওয়ানের বাড়িতে কাজ করত। গতকাল দুপুরে গৃহকর্তার গরু ডিএম একাডেমির পুকুরে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কমড়াবন্দ গ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের নাম ঝুমা আক্তার (১৪)। সে উপজেলার পুরানঘাট গ্রামের নওশের আলীর মেয়ে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝুমাকে ঘরে পড়তে বসিয়ে তার মা পাশের বাড়িতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সিটকানি ভেঙে ঘরে ঢুকে ঝুমার ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ঝুমার বাবা নওশের আলী ৫-৬ মাস ধরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বালিকা বিদ্যালয়ের পাশে তার ভাগিনা কাজল মিয়ার জায়গায় বসবাস করছিলেন।
আলুর কেজি ৪০০ টাকা!!! কিন্তু কিভাবে? জানতে হলে বিস্তারিত পড়ুন।

আলুর কেজি ৪০০ টাকা!!! কিন্তু কিভাবে? জানতে হলে বিস্তারিত পড়ুন।



এখন বাংলাদেশের সব যায়গায় আলুর কেজি ৫-১৫ টাকার মধ্যে সেই আলু আমাদের কিনে খেতে ৪০০ টাকায় ভাবতেই অবাক লাগে এটা মাথা ঘামানোর মত কেউ নেই?
এবার আসুন দেখাই কিভাবে আলুর কেজি ৪০০ টাকা হলো? এক প্যাকেট চিপস =২৫ গ্রাম।
 ৪০ গ্রাম x ২৫ গ্রাম=১০০০ গ্রাম বা ১ কেজি এছাড়াও বাজারে আরো কিছু চিপস আছে যার দাম আরো বেশি। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সরকার বা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা এ বিষয়ে নজর দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এই লেখাটি যারা পড়বেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন।
জনগণের টাকা লুটতেই সড়কে টোল: বিএনপি

জনগণের টাকা লুটতেই সড়কে টোল: বিএনপি

শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় সিদ্ধান্ত : জেলা আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সব যানবাহনকে টোল দিতে হবে : সাইকেল থেকে ভারি ট্রাকের টোল ৫ থেকে ১ হাজার টাকা।

শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় সিদ্ধান্ত : জেলা আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সব যানবাহনকে টোল দিতে হবে : সাইকেল থেকে ভারি ট্রাকের টোল ৫ থেকে ১ হাজার টাকা।

শুধু সেতু নয়। পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। এই টোলের হার হবে সর্বনিম্ন পাঁচ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিধান রেখে ‘টোল নীতিমালা ২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের এ কথা জানান।
নীতিমালা অনুযায়ী জেলা, আঞ্চলিক, জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ সেতু, ফেরি এবং ফ্লাইওভারের ওপর দিয়ে যেসব যানবাহন চলাচল করবে, ক্যাটাগরি অনুযায়ী ঐসব যানবাহন থেকে টোল আদায় করা হবে।
বর্তমানে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কিছু সংখ্যক সেতু, ফেরি এবং দুটি সড়কে টোল দিতে হয়। মিন্ত্রপরিষদের এই সিদ্ধান্তের ফলে জাতীয়, আঞ্চলিক, জেলা মহাসড়ক, ফ্লাইওভারে চলাচলের ক্ষেত্রে যানবাহন অনুযায়ী টোল দিতে হবে।
আদায় করা টোলের অর্থ সড়ক উন্নয়ন তহবিলে জমা হবে এবং এই অর্থ দিয়ে সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় মেটানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘টোল আদায়ের ফলে জাতীয় অর্থনীতি তথা দ্রব্যমূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না।’ মন্ত্রিপরিষদ বৈঠকে ‘জাতীয় বীমা নীতি-২০১৪’ উত্থাপিত হলেও অর্থমন্ত্রী না থাকায় তা প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সচিব জানান, সর্বমোট ১৩টি ক্যাটেগরিতে যানবাহন চলাচলের জন্য টোল দিতে হবে। সাইকেল থেকে ভারি ট্রাক অর্থাত্ ৫ টাকা থেকে ১ হাজার টাকা দিতে হবে।
টোল আরোপযোগ্য স্থাপনা চিহ্নিত করে কীভাবে আদায় করা হবে, টোলের টাকা কীভাবে ও কোথায় জমা হবে ইত্যাদি নীতিমালায় বলা আছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মোশাররাফ জানান, দেশে একটি বিশাল সড়ক নেটওয়ার্ক আছে। এটি নির্মাণ ও রক্ষাণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। টোল আদায় হলে এই অর্থ সড়ক তহবিলে যাবে। এটি সড়ক রক্ষণাবেক্ষণে কাজে লাগবে। ফলে নন ট্যাক্স রেভিনিউ বাড়বে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ২০০ মিটারের বড় সেতুর ক্ষেত্রে টোল প্রযোজ্য হবে। এছাড়া পিপিপি’র আওতায় নির্মিত সড়ক, টানেল টোলের আওতায় আসবে।
প্রয়োজনে টোল নীতিমালা ২০১৪ সংশোধন করা যাবে বলেও জানান সচিব। আর প্রতি তিন বছর পর টোলের হার পরিবর্তন বা সংশোধন করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, দুটি সেতু কাছাকাছি হলে এক জায়গা থেকে টোল আদায় করা হবে।
রাজধানীতে দুর্ঘটনায় দুই চালকের মৃত্যু।

রাজধানীতে দুর্ঘটনায় দুই চালকের মৃত্যু।